• ঢাকা
  • রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৬:০১ অপরাহ্ন

কালিয়ায় শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় : অক্টোবর ১৪, ২০২০, ১১:০২ অপরাহ্ন / ৮৪০
কালিয়ায় শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ জিহাদুল ইসলাম, কালিয়া, নড়াইলঃ নড়াইলের কালিয়ায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে এলাকার ৮৭ টি পূজা মন্ডপের সভাপতি ও সেক্রেটারিদের সাথে প্রশাসনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ অক্টোবর (বুধবার) রাত ০৮টায় কালিয়া পৌরসভাস্থ হরিবাসর পুজামন্ডপে এ বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কালিয়া থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ রফিকুল ইসলাম-এর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার, কালিয়া সার্কেল, জনাব রিপন চন্দ্র সরকার। এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা পুজা উপদাপন কমিটির সভাপতি বাবু অশোক কুমার ঘোষ, সেক্রেটারী বাবু তাপস কুমার বিশ্বাস এবং অত্র থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব হরিদাস রায়সহ সনাতন ধর্মাবলম্বীর বিভিন্ন শ্রেণী পেশার লোকজন।