নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) চার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদমর্যাদার ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
রোববার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।
এতে বলা হয়, ডিএমপির লাইনওয়ারের নিরস্ত্র পুলিশ পরিদর্শক অপূর্ব হাসানকে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দীন মিয়াকে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামানকে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. সাজেদুর রহমানকে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিককে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও গোয়েন্দা মিরপুর বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. আনোয়ারুল ইসলামকে গোয়েন্দা লালবাগ বিভাগে বদলি করা হয়েছে।
আপনার মতামত লিখুন :