• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৩০ অপরাহ্ন

ঈদের ছুটিতে বিক্রমপুর জাদুঘর প্রাঙ্গণে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়


প্রকাশের সময় : এপ্রিল ১২, ২০২৪, ৯:৪০ পূর্বাহ্ন / ১০৯
ঈদের ছুটিতে বিক্রমপুর জাদুঘর প্রাঙ্গণে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

নিজস্ব প্রতিবেদকঃ মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের বালাসুর গ্রামে বিক্রমপুর জাদুঘরে আজকের পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিক্রমপুর দুপুরের পর থেকে খোলা রাখা হয়েছে। প্রতিবছরের ন্যায় আজকেও বিক্রমপুর জাদুঘর প্রাঙ্গনে “ঈদ উৎসব মেলা” বসেছে এলাকার ছোট বড় বহু মানুষের সমাগম হয়েছে , অনেকগুলো দোকান বসেছে কিছু খেলনা, গ্রাম্য কুটির শিল্পের দোকান এবং খাবারের দোকান বসেছে চমৎকার আয়োজন। ফুচকা, ঝাল মুড়ি, আচার নানা ধরনের মুখ রোচক দোকানে নিয়ে বসেছে গ্রামীণ ঐতিহ্য। একসময় বিক্রমপুরে অনেক মেলা বসতো এ-দেশটাই ছিল মেলাময়। বারো মাসই কোনো না কোনো উপলক্ষে গ্রামে মেলা বসতো। নানা উত্থানপতন ও অবক্ষয় সত্ত্বেও সে ঐতিহ্য এখনও এবারে বিলুপ্ত হয়নি বলা যায়। মেলা তার অস্তিত্ব টিকিয়ে রেখেছে, রূপান্তরিত হয়েও বেঁচে আছে। নানা সংকট সত্ত্বেও শতবর্ষের ঐতিহ্য আছে, এমন মেলার সংখ্যাও এদেশে কম নয়। ভাগ্যকুলের সাবেক জমিদার যদুনাথ রায়ের এই বাড়িতেও এক সময় তারা নিজেরা মেলা বসাতেন আর উনারা চলে যাওয়ার পরে পরিত্যাক্ত বাড়িতে ঈদ উপলক্ষে এলাকার মানুষ এমনিতেই নিজেরা নিজেদের মতো করে একটি মেলার মতো আয়োজন নিজ নিজ তৈরি হয়ে গেছে, আশেপাশের সবাই যেন ঈদের দিন নানা আয়োজন শেষ করে বিকেলে বা সন্ধ্যায় আসে পরিবার পরিজন বন্ধু বান্ধবদের নিয়ে একটু ঈদের আড্ডা দিতে এই উন্মুক্ত যাদুঘরে। বিক্রমপুর জাদুঘর দীর্ঘ ১০ বছর ঈদের দিন সরকারি ছুটির বিধায় বন্ধ রেখেছিল কিন্তু আজকে দুপুরের পর থেকে উন্মুক্ত করে দিয়ে বা জাদুঘর খোলা রেখেছেন কতৃপক্ষ । বিক্রমপুর জাদুঘরের কিউরেটর নাছির উদ্দিন আহমেদ জুয়েল বলেন, আমার খুব ভালো লাগছে বহু মানুষের আজকে উপস্থিতি দেখে, ঈদের আমেজ যেন উপচে পড়েছে এই আঙ্গিনায়। তিনি সবাইকে বিক্রমপুর জাদুঘরের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ঈদের শুভেচ্ছা জানান এবং সবসময় সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।