ইতালি প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন, সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শুভ জন্মদিন উপলক্ষে,
ইতালী বিএনপি,সিসিলি পালেরমো শাখার পক্ষ থেকে স্থানীয় বাংলাদেশ গার্ডেন বুরহান উদ্দিন ভাইযের রেস্টুরেন্টে কেক কেটে প্রিয় নেত্রীর জন্মদিন উদযাপন করা হয়।
এবং প্রিয় নেত্রীর শারীরিক সুস্থতার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন পালেরমো সিসিলি শাখা ইতালি বিএনপির সম্মানিত সভাপতি জনাব লিটন মল্লিক সাহেব , সভা পরিচলনা করেন পালেরমো সিসিলি শাখা ইতালি বিএনপির সম্মানিত বিপ্লবী সাধারন সম্পাদক আকবর হোসেন মাসুদ আকন,
বক্তব্য রাখেন পালেরমো ইতালি বিএনপির সম্মানিত- সহ – সভাপতি হাসান নুর চৌধুরী, সহ- সভাপতি আজাদ চৌধুরী,
পালেরমো সিসিলি শাখা ইতালি বিএনপির সম্মানিত সাংগটনিক সম্পাদক হাসান জামাল তালুকদার,
পালেরমো সিসিলি শাখা ইতালি বিএনপির সম্মানিত নির্বাহী সদস্য ও বৃহত্তর সিলেট জাতীয়তাবাদী ফোরাম পালেরমো ইতালির সম্মানিত সভাপতি মোতাহির হোসেন চৌধুরী,
উপস্থিত ছিলেন পালেরমো সিসিলি শাখা ইতালি বিএনপির সম্মানিত উপদেষ্টা মন্ডলির সদস্য,
জনাব,সিদ্দিকুর রহমান সানি ভুইয়া, জনাব,হাবিবুর রহমান হাবিব, জনাব,ইসলাম খাঁন। জনাব, সেলিম উল্লাহ, জনাব,আলতা মির্জা, জনাব মৌলানা শামীম আহমদ,
আরও উপস্থিত ছিলেন, পালেরমো সিসিলি শাখা ইতালি বিএনপির সম্মানিত সহ সভাপতি ইসমাইল হোসেন, – সহ সভাপতি এস এম মহসিন- ,সহ সভাপতি বুরহান উদ্দিন, সহ সভাপতি মশাঈদ আলী খাঁন,- সহ সভাপতি জামাল উদ্দিন যুগ্ম সাধারন সম্পাদক মাহতাবুর রাহমান চৌধুরী, যুগ্ম সাধারন সম্পাদক কামাল আহমদ মিটু, যুগ্ম সাধারন সম্পাদক এস এম আব্দুল জলিল, যুগ্ম সাধারন সম্পাদক হারুন রশীদ, সহ সাধারন সম্পাদক আমির আলী, দপ্তর সম্পাদক নবী হায়দার, প্রচার সম্পাদক পালেরমো সিসিলি শাখা ইতালি বিএনপি ও বৃহত্তর সিলেট জাতীয়তাবাদী ফোরাম পালেরমো ইতালির সম্মানিত সাধারন সম্পাদক ওয়ালিদুর রহমান সুহেল, সহ সাংস্কৃতিক সম্পাদক তাজ উদ্দিন, নির্বাহী সদস্য পালেরমো সিসিলি শাখা ইতালি বিএনপি ও যুগ্ম সাধারন সম্পাদক বৃহত্তর সিলেট জাতীয়তাবাদী ফোরাম পালেরমো ইতালি সেবুল আহমদ নয়ন,
বৃহত্তর সিলেট জাতীয়তাবাদী ফোরাম পালেরমো ইতালির সম্মানিত নেত্রীবৃন্দ ও বৃহত্তর কুমিল্লা জাতীয়তাবাদী ফোরাম পালেরমো ইতালি সম্মানিত প্রধান উপদেষ্টা জনাব আলা উদ্দিন।
সম্মানিত সভাপতি হন্নান খাঁন,সম্মানিত সাধারন সম্পাদক ইকবাল হোসেন, সহ সভাপতি আমির হামজা, সহ সভাপতি আব্দুল মুতিন,
সহ বিএনপি, যুবদল, জিয়া পরিষদের সম্মানিত নেত্রী বৃন্দ।
সর্বশেষে মিলাদও দোয়া পরিচালনা করেন পালেরমো সিসিলি শাখা ইতালি বিএনপির সম্মানিত উপদেষ্টা ও বৃহত্তর সিলেট জাতীয়তাবাদী ফোরাম পালেরমো ইতালির সম্মানিত উপদেষ্টা মৌলানা শামীম আহমদ।
আল্লাহ পাক যেন প্রিয় নেত্রীকে সুস্থতার সহিত নেক হায়াত দরাজ করেন। আমীন – শুভ জন্মদিন দেশনেত্রী।
আপনার মতামত লিখুন :