• ঢাকা
  • সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৪:৫৫ পূর্বাহ্ন

আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করলো অনলাইন নিউজ পোর্টাল অ্যাসোসিয়েশ


প্রকাশের সময় : অগাস্ট ১৮, ২০২১, ৪:২১ অপরাহ্ন / ২৯৬
আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করলো অনলাইন নিউজ পোর্টাল অ্যাসোসিয়েশ

নিজস্ব প্রতিবেদকঃ সরকারের নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল মালিকদের সংগঠন ‘অনলাইন নিউজপোর্টাল অ্যাসোসিয়েশন, বাংলাদেশ’ (ওএনএবি)-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।

সোমবার (১৬ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে এক সভায় ইপি-বিডি ডটকমের সম্পাদক মোল্লাহ আমজাদ হোসেনকে আহ্বায়ক এবং এবিনিউজ২৪ বিডি ডটকমের সম্পাদক শাহীন চৌধুরীকে সদস্য সচিব করে ১৫ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

এতে সভাপতিত্ব করেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও উইমেনআই২৪ ডটকমের সম্পাদক ফরিদা ইয়াসমিন।
সরকার নিবন্ধিত অনলাইন গুলোকে পেশাদারিত্বের সঙ্গে পরিচালনা করা এবং স্বার্থসংশ্লিষ্ট বিষয় গুলো নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে দেনদরবার করে সমাধান করাই এই সংগঠনের কাজ। এ ছাড়া সাংবাদিকদের পেশাগত মান-উন্নয়নে প্রশিক্ষণসহ নানা কর্মসূচি গ্রহণ করবে এ সংগঠন। নিবন্ধিত ৮১টি অনলাইনের মালিকরা এ সংগঠনের সদস্য। আগামী তিন মাসের মধ্যে আহ্বায়ক কমিটি সবার সঙ্গে যোগাযোগ করে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। এর আগে গত ১৬ জুন একই বিষয়ের ওপর আরেকটি সভা অনুষ্ঠিত হয়। নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন-
ফরিদা ইয়াসমিন, উইমেনআই২৪ ডটকম,আলমগীর হোসেন, বার্তা২৪ ডটকম,বদরুল আলম খান, সারাবাংলা ডটনেট,এসএম জাহিদ হাসান, রাইজিং বিডিডটকম,নজরুল ইসলাম মিঠু, নিউজনেক্সট বিডিডটকম,মো. আব্দুল মজিদ, ঢাকাডিপ্লোম্যাট ডটকম,হামিদ মোহাম্মদ জসিম, এবিনিউজ ২৪ ডটকম,সৌমিত্র দেব, রেডটাইমস ডটকমডটবিডি,তৌহিদুল ইসলাম মিন্টু, দ্যরিপোর্ট২৪ ডটকম,রফিকুল বাসার, এনর্জিবাংলা ডটকম,
লতিফুল বারী হামিম, ঢাকানিউজ ২৪ ডটকম,
রফিকুল ইসলাম সবুজ, নিউজগার্ডেন বিডিডটকম এবং
খোকন কুমার রায়, সুখবর ডটকম।