• ঢাকা
  • বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৬:০৩ পূর্বাহ্ন

আড়াইশ অসহায় পরিবারকে ত্রাণ দিলো পুনাক


প্রকাশের সময় : জুলাই ৯, ২০২১, ১২:০৫ পূর্বাহ্ন / ২১৮
আড়াইশ অসহায় পরিবারকে ত্রাণ দিলো পুনাক

মনিরুজ্জামান অপূর্ব /বেলাল দেওয়ানঃ রাজধানীর গুলিস্থানে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর পক্ষ থেকে ২৫০ অ অসহায় পরিবার ত্রাণ দেওয়া হয়। পুনাকের পক্ষ থেকে এই ত্রাণ বিতরণ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগ।

আজ রাত ৮ টায় মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ আঃ আহাদ গুলিস্থান হ্যান্ডবল স্টেডিয়ামে স্বাস্থ্যবিধি মেনে ২৫০ টি অসহায় পরিবারের মাঝে এই ত্রাণ বিতরণ করেন। এসময় ডিএমপির মতিঝিল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পুনাকের সভানেত্রীর এমন ব্যতিক্রম উদ্যোগে অসহায় মানুষের মাঝে ৫ কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি ডাল ও ১ কেজি লবণ বিতরণ করা হয়।

বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর উদ্যোগে ৪ জুলাই থেকে শুরু হওয়া এ কর্মসূচীতে অসহায় মানুষের মাঝে সকালের নাস্তায় শুকনো খাবার, দুপুরে রান্না করা খাবার ও রাতে ত্রাণ বিতরণ করা হয়। এই ত্রাণ বিতরণ কর্মসূচী চলমান বিধিনিষেধ পর্যন্ত অব্যাহত থাকবে জানিয়েছে পুনাক।