নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জঃ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস এবং ৭ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে নারায়ণগঞ্জ থেকে যুবনেতা আজমেরী ওসমানের নির্দেশে শত শত নেতাকর্মী যোগ দিয়েছেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক, নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা একেএম নাসিম ওসমানের একমাত্র পুত্র আজমেরী ওসমানের নির্দেশে নেতাকর্মীরা
১০ জানুয়ারী সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে যোগদান করেন।
নারায়ণগঞ্জ থেকে আজমেরী ওসমানের নির্দেশে ৪০টি হায়েস গাড়ি ও ১০টি প্রাইভেট গাড়িতে করে আওয়ামীলীগ নেতা কাজী আমীর,আব্দুল হামিদ প্রধান, নাসিরউদ্দিন,যুব নেতা আকতার নূর,মনির হোসেন, খায়রুদ্দীন মোল্লা,শ্রমিক নেতা রহমত উল্লাহ, রেজা হোসেন,সেন্টু রহমান, সুমন,ইফতি ও শত শত নেতাকর্মী সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশস্থলের উদ্দেশ্যে রওয়ানা হন। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্তরে জড়ো হয়ে সেখান থেকে আনন্দ মিছিল করে সমাবেশে যোগ দেন।
এ সময় মিছিলে থাকা নেতাকর্মীদের হাতে আজমেরী ওসমানের ছবি সম্ববলিত প্ল্যাকার্ড, অনেকের হাতে বাংলাদেশের পতাকা দেখা গেছে।
আপনার মতামত লিখুন :