• ঢাকা
  • সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৪:০১ পূর্বাহ্ন

আওয়ামী লীগের ‘বিজয় শোভাযাত্রা’য় জনস্রোত


প্রকাশের সময় : ডিসেম্বর ১৮, ২০২১, ৩:৩০ অপরাহ্ন / ১৯৬
আওয়ামী লীগের ‘বিজয় শোভাযাত্রা’য় জনস্রোত

ঢাকা : স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের আয়োজনে ‘বিজয় শোভাযাত্রা’য় জনস্রোত নেমেছে। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে শাহবাগ, প্রেসক্লাব, মৎসভবন লোকে লোকারণ্য। নানা রঙের ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড নিয়ে বিজয় শোভাযাত্রায় অংশ নিচ্ছেন নেতা-কর্মীসহ সর্বস্তরের জনগণ।

বর্ণাঢ্য এই শোভাযাত্রাটি কিছুক্ষণ পর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণ থেকে শুরু হবে। শাহবাগ, এলিফ্যান্ট রোড এবং মিরপুর রোড হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি-বিজড়িত বাসভবন ধানমন্ডির ৩২ নম্বরের ঐতিহাসিক ‘বঙ্গবন্ধু ভবন’ প্রাঙ্গণে গিয়ে শেষ হবে শোভাযাত্রাটি।

বিজয় শোভাযাত্রায় আওয়ামী লীগের শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন।