• ঢাকা
  • সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ১২:০৫ পূর্বাহ্ন

ফরিদপুরের চরভদ্রাসনে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন


প্রকাশের সময় : নভেম্বর ১, ২০২৫, ৯:৩৪ অপরাহ্ন / ১৭
ফরিদপুরের চরভদ্রাসনে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন

এম, এম, সাইফুর রহমান, চরভদ্রাসন, ফরিদপুরঃ ‘‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়‘‘ এ প্রতিপাদ্যে ফরিদপুরের চরভদ্রাসনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫।

শনিবার (১ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে উপজেলা হলরুমে আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় শিক্ষিকা শিরিন সুলতানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন। আলোচনা সভায় উপজেলা সমবায় কর্মকর্তা ইয়াকুব আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এস আই এনামুল খান, সমবায় কর্মী নজরুল ইসলাম শিকদার, কবিরুল আলম, শিক্ষক ওয়াসেল শিকদার সাংবাদিক মেজবাহ উদ্দিন ও আব্দুস সালাম মোল্যা সহ প্রমুখ।

বক্তারা বলেন, সমবায়ের মূল লক্ষ্য হলো পারস্পরিক সহযোগিতা ও স্বনির্ভরতা অর্জন। তারা সুদনির্ভর সমবায় থেকে বেরিয়ে এসে উৎপাদনমুখী, ন্যায্য বণ্টন ভিত্তিক ও কল্যাণমুখী সমবায় গঠনের আহ্বান জানান।