• ঢাকা
  • সোমবার, ০৬ মে ২০২৪, ০৩:৫২ পূর্বাহ্ন

গোপালগঞ্জে অনুমতি না নিয়ে ভিপি সম্পত্তির মাটি উত্তোলন ও গাছ উপড়ে ফেলার অভিযোগ প্রভাবশালীদের বিরুদ্ধে


প্রকাশের সময় : মার্চ ৩০, ২০২২, ৯:৩৪ অপরাহ্ন / ৪৬৬
গোপালগঞ্জে অনুমতি না নিয়ে ভিপি সম্পত্তির মাটি উত্তোলন ও গাছ উপড়ে ফেলার অভিযোগ প্রভাবশালীদের বিরুদ্ধে

গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর ইউনিয়ন ভূমি অফিসের ২০ গজ সামনের সরকারি জমি থেকে এস্কেভেটর দিয়ে গত ২৬ মার্চ রাতের আঁধারে বিপুল পরিমাণ মাটি উত্তোলন এবং মূল্যবান একাধিক গাছ উপড়ে ফেলার অভিযোগ উঠেছে ওই এলাকার মোস্তফা মোল্লার ছেলে সেনা সদস্য রইচ মোল্লা গং -এর বিরুদ্ধে। উলপুরের প্রভাবশালী একটি মহলের মদদে তারা সরকারি জমির প্রায় ৬৩ হাজার ঘনফুট মাটি উত্তোলন করে জমির শ্রেণি পরিবর্তন সহ মূল্যবান ৫টি গাছ উপড়ে ফেলে। পরে বিষয়টি গণমাধ্যম সহ বিভিন্ন মহলে জানাজানি হলে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে অভিযুক্তদের বিরুদ্ধে উলপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা এফ এম মহসিন উল আলম গত ২৮ মার্চ তারিখে নিজে বাদী হয়ে উলপুর গ্রামের মোস্তফা মোল্লার ছেলে সেনা সদস্য রইচ মোল্লা (৪০), মৃত হাচেন মোল্লার ছেলে ফিরোজ মোল্লা (৫৫), শাহজাহান উকিলের ছেলে হিরু উকিল (৫০), কাউসার মোল্লার ছেলে মো. শাহ আলম মোল্লা (৩৫), এলাহি মোল্লার ছেলে মফিজ মোল্লা (৩০) সহ মোট ৫ জনের বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি নেয়। পরবর্তীতে অজ্ঞাত কারণে মামলাটি সদর থানায় রেকর্ডভুক্ত হয়নি বলে জানা গেছে। এতে ওই এলাকায় ভূমিদস্যুরা অবৈধভাবে সরকারি জমি দখল, মাটি উত্তোলন ও গাছ কর্তনে উৎসাহিত হবে বলে অভিজ্ঞ মহল মনে করছেন। সেই সাথে ওই এলাকার সাধারন জনগনের মাঝে ব্যাপক ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।

এ বিষয়ে গোপালগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মিলন সাহা বলেন, আমি সরেজমিনে ওই এলাকায় গিয়ে ঘটনার সত্যতা পাই এবং ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেই।