• ঢাকা
  • বুধবার, ০৮ মে ২০২৪, ০৯:৩৪ অপরাহ্ন

গোপালগঞ্জ জেলা পুলিশের সহযোগিতায় ৯৭ জন পেল কোভিড-১৯ টিকা


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৭, ২০২২, ৯:১৩ অপরাহ্ন / ১৬৪
গোপালগঞ্জ জেলা পুলিশের সহযোগিতায় ৯৭ জন পেল কোভিড-১৯ টিকা

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জ জেলা পুলিশের সহযোগিতায় ৯৭ জনকে কোভিড-১৯ প্রতিরোধে টিকা প্রদান করা হয়েছে।

গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, বিপিএম পিপিএম এর নির্দেশনা অনুযায়ী জেলার গোপালগঞ্জ সদর থানা, মুকসুদপুর, কাশিয়ানী, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া থানা এলাকায় করোনা ভ্যাকসিন না নেওয়া ইজি বাইক চালক, বাদাম বিক্রেতা, নির্মাণ শ্রমিক, ফল বিক্রেতা সহ ক্ষুদ্র পেশায় নিয়োজিত এমন ৯৭ জনকে খুঁজে বের করে তাদেরকে নিকটস্থ হাসপাতাল /স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে করোনা প্রতিরোধে টিকা দেওয়ার ব্যবস্থা করেন। টিকা নেওয়া ব্যক্তিরা ইতোপূর্বে টিকা নিতে কোন ধরনের রেজিস্ট্রেশন করেননি। টিকা না নিতে পেরে তারা চরম হতাশায় ভুগছিলেন।

জেলা পুলিশের সার্বিক সহযোগিতায় টিকা নিতে পেরে তারা গোপালগঞ্জ জেলা পুলিশের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।