• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৪:৪৮ পূর্বাহ্ন

নড়াইল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন কর্তৃক,নিখোঁজ মেয়ে উদ্ধার


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৮, ২০২২, ৭:০৮ অপরাহ্ন / ২৪২
নড়াইল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন কর্তৃক,নিখোঁজ মেয়ে উদ্ধার

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ নড়াইল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন কর্তৃক,নিখোঁজ মেয়ে উদ্ধার,পুলিশ সুপারকে অভিনন্দন জানান,উদ্ধার হওয়া মেয়ের পিতা।নড়াইল পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার) এর অফিস কক্ষে হাজির হয়ে গত ০৭/০২/২২ খ্রিঃ তারিখ একটি লিখিত অভিযোগ দাখিল করেন,নিখোঁজ মেয়ে মোছাঃবদরুন্নেচ্ছা (১৫) এর পিতা।অভিযোগ সুত্রে জানা যায়,গত ইং ০২/০২/২০২২ তারিখে প্রাইভেট পড়তে গিয়ে আর বাড়িতে ফিরে আসে না,মেয়ে মোছাঃবদরুন্নেচ্ছা।মেয়েকে অনেক খোজাখুজির পর না পেয়ে উক্ত বিষয়টি পুলিশ সুপারকে অবহিত করলে তিনি বিষয়টি আমলে নিয়ে ইনচার্জ পুলিশ পরিদর্শক শিমুল কুমার দাসকে হারানো ভিকটিমকে দ্রুত উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন।সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল নড়াইলে কর্মরত এএসআই (নিঃ)

মোঃকামাল হোসেন উক্ত অভিযোগের দায়িত্ব গ্রহণ করে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে ভিকটিম উদ্ধারের জন্য আন্তরিকতার সাথে কাজ শুরু করেন এবং ভিকটিম বদরুন্নেচ্ছা (১৫) কে সুস্থ অবস্থায় উদ্ধার করেন।যার প্রতিকার হিসাবে অভিযোগকারী তার মেয়ে মোছাঃ বদরুন্নেচ্ছা (১৫) কে সুস্থ অবস্থায় ফিরে পেয়ে আনন্দে চোঁখের পানে ছেড়ে দেন।এসময় অভিবাবক,পুলিশ সুপার এবং সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সদস্যদের অনেক অনেক ধন্যবাদ জানান,এমন করে পুলিশ অসহায় বাবার সপ্ন ফিরিয়ে দিয়েছেন।পুলিশ জনগনের বন্ধু এটার প্রমান দিয়েছেন,পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার) বলেও জানান এ অসহায় পিতা।