• ঢাকা
  • রবিবার, ০৫ মে ২০২৪, ০৮:৩৩ পূর্বাহ্ন

এবার প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বশেমুরবিপ্রবির ৮ শিক্ষার্থী


প্রকাশের সময় : ডিসেম্বর ২৫, ২০২১, ৩:২৫ অপরাহ্ন / ১৪৯
এবার প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বশেমুরবিপ্রবির ৮ শিক্ষার্থী

ঢাকা : অনুষদভিত্তিক সর্বোচ্চ ফলাফলের ওপর ভিত্তি করে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ৮ শিক্ষার্থী ‌‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’এর জন্য মনোনীত হয়েছেন । শনিবার (২৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্রে বিষয়টি জানা যায় ।

মনোনীতরা হলেন, পরিসংখ্যান বিভাগের মোহাম্মদ হাবিবুল্লাহ আল আমিন, বাংলা বিভাগের তনিমা সুলতানা, সমাজবিজ্ঞান বিভাগের রফিকুল ইসলাম, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের এসএম ইসমাইল হোসেন, আইন বিভাগের সুলতানা আঞ্জুমান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের হাফিজুর রহমান, কৃষি বিভাগের জেসমিন আক্তার ও জীব বিজ্ঞান অনুষদের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের সজল রায় ।

এ বিষয়ে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোরাদ হোসেন বলেন, সম্প্রতি ইউজিসি কর্তৃক প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য শিক্ষার্থীদের নামের তালিকা চাওয়া হয়। পরে অনুষদভিত্তিক সর্বোচ্চ ফলাফলের ভিত্তিতে ৮ জনের নাম পাঠিয়েছি ।