• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৮:৫৮ পূর্বাহ্ন

‘বীর মুক্তিযোদ্ধা’র ইংরেজি প্রতিশব্দ হিরোইক ফ্রিডম ফাইটার : গেজেট প্রকাশ


প্রকাশের সময় : ডিসেম্বর ১৮, ২০২১, ১:০৯ অপরাহ্ন / ১৫৮
‘বীর মুক্তিযোদ্ধা’র ইংরেজি প্রতিশব্দ হিরোইক ফ্রিডম ফাইটার : গেজেট প্রকাশ

ঢাকা : ‘বীর মুক্তিযোদ্ধা’র ইংরেজি প্রতিশব্দ ‘Heroic Freedom fighte ’ (হিরোইক ফ্রিডম ফাইটার)’ নির্ধারণ করে সম্প্রতি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে পরবর্তীতে তা গেজেট আকারে প্রকাশ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। গেজেটে বলা হয়, ‘বীর মুক্তিযোদ্ধা’র ইংরেজি প্রতিশব্দ ‘Heroic Freedom fighte ’ ব্যবহার করতে হবে।

সবক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের নামের আগে ‘বীর’ শব্দ ব্যবহারের বিধান করে গত বছরের অক্টোবরে গেজেট প্রকাশ করে সরকার। ওই গেজেটে বলা হয়, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮-এর ধারা ২(১১) এ মুক্তিযোদ্ধাদের ‘বীর মুক্তিযোদ্ধা’ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে।

ওই আইনের সঙ্গে সঙ্গতি রেখে এবং একাদশ জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৩তম বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সবক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের নামের পূর্বে বীর শব্দটি ব্যবহার করতে হবে।