• ঢাকা
  • শনিবার, ০৪ মে ২০২৪, ০২:৫০ পূর্বাহ্ন

যশোরের বেনাপোল সীমান্তে ৭ বস্তা কয়েনসহ এক পাচারকারী আটক


প্রকাশের সময় : অগাস্ট ১৩, ২০২১, ১১:৩৬ অপরাহ্ন / ২২৩
যশোরের বেনাপোল সীমান্তে ৭ বস্তা কয়েনসহ এক পাচারকারী আটক

মোঃ সোহাগ হোসেন,শার্শা,যশোরঃ যশোরের বেনাপোল আমড়াখালি বিজিপির চেকপোস্ট এলাকা থেকে ২ টাকা ও ১ টাকার মোট ৮৩ হাজার কয়েন সহ আবদুর রহমান (৩০) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড (বাংলাদেশ) বিজিবি সদস্যরা। শুক্রবার (১৩ আগষ্ট) বিকালে এ কয়েন সহ তাকে আটক করা হয়।

আটক রহমান বেনাপোল পোর্ট থানার কাগমারী গ্রামের আবুল কালামের ছেলে।

বিজিবি আমড়াখালী চেকপোস্ট সুবেদার শাহীন রহমান জানান, গোপন সংবাদে জানা যায়, এক পাচারকারী ভারতে পাচারের উদ্দেশ্যে বিপুল পরিমান কয়েন নিয়ে নাভারন থেকে ইজিবাইক করে বেনাপোল সীমান্তের দিকে যাচ্ছে।এমন গোপন খবরে, বিজিবি আমড়াখালি চেকপোস্ট এলাকায় তল্লাশি জোরদার করে। পরে, একটি সন্দেহজনক ইজিবাইক চেকপোস্ট এলাকায় আসলে সেটি থামিয়ে ৭টি বস্তায় থাকা ৮৩ হাজার কয়েন সহ রহমানকে আটক করা হয়।

কয়েন গুলো ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলো বলে রহমান বিজিবির কাছে স্বীকার করে।

আকটের বিরুদ্ধে মামলা দিয়ে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানায় বিজিবি।