• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১২:৪০ পূর্বাহ্ন

করোনাযুদ্ধে নিহত পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক অনুদান দিলেন ডিএমপি কমিশনার


প্রকাশের সময় : জুলাই ১৯, ২০২১, ১০:৫৪ অপরাহ্ন / ১৬৮
করোনাযুদ্ধে নিহত পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক অনুদান দিলেন ডিএমপি কমিশনার

মনিরুজ্জামান অপূর্ব, ঢাকা :করোনায় আক্রান্ত হয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের নিহত কনস্টবল/১৮০৯৫ মোঃ ফরিদ উদ্দিন এর পরিবারকে দুই লক্ষ টাকার আর্থিক অনুদান প্রদান করলেন ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম বিপিএম (বার)। ১৫ জুলাই,২০২১ (বৃহস্পতিবার) ডিএমপি কমিশনারের পক্ষে এই আর্থিক অনুদান নিহত পুলিশ সদস্যের স্ত্রী মেছাঃ ফাতেমা বেগম এর হাতে তুলে দেন বগুড়া জেলার পুলিশ সুপার মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম(বার) ।

ইতোপূর্বে করোনা ভাইরাসে জীবন উৎসর্গ করা ঢাকা মেট্রোপলিটন পু্লিশের ২৯ জন পুলিশ সদস্যের পরিবারবর্গকে ১০,০০০/-(দশ হাজার) টাকা করে ও ০১ জন আনসার সদস্যের পরিবারকে ৫,০০০/-(পাঁচ হাজার) টাকাসহ সর্বমোট ৪,৯৫,০০০/- (চার লক্ষ পঁচানব্বই হাজার) টাকা ঈদ শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে। উক্ত টাকা ডিএমপি কমিশনারের পক্ষে করোনা যুদ্ধে নিহত পুলিশ সদস্যের পরিবারবর্গ যে জেলায় বসবাস করেন সে জেলার পুলিশ সুপারগণ প্রকৃত প্রাপকের নিকট হস্তান্তর করেন।