• ঢাকা
  • সোমবার, ০৬ মে ২০২৪, ০৪:০৮ পূর্বাহ্ন

নড়াইলের কালিয়ায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে মুলশ্রী ফাউন্ডেশন


প্রকাশের সময় : জুলাই ১৮, ২০২১, ৯:২৬ পূর্বাহ্ন / ১৮৭
নড়াইলের কালিয়ায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে মুলশ্রী ফাউন্ডেশন

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইলঃ নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানার সেচ্ছাসেবী সংগঠন মুলশ্রী ফাউন্ডেশন। বৈশ্বিক করোনা ভাইরাসের শুরু থেকেই সংগঠনটি এ মহামারী প্রতিরোধে নানা ধরনের কাজ করে যাচ্ছে। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জীবানুনাশক, লিফলেট, ফেস্টুন, সঠিকভাবে হাত ধোয়ার পদ্ধতি শিখন, মাস্ক বিতরণসহ অসহায় দুস্থদের মাঝে ত্রান সামগ্রী চাল, ডাল, আলু, তেল, ঔষধ বিতরণ করে আসছে।

অনেকেই নিজ উদ্যোগে এলাকার বিভিন্ন মসজিদ ও দোকান সমূহে জীবানুনাশক দিয়ে পরিস্কার করে মানবিক দায়িত্ব পালন করছে।
মুলশ্রী ফাউন্ডেশন বিভিন্নভাবে অর্থ সংগ্রহ করে সমাজের এসব অসহায় লোকজনের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে।
মুলশ্রী ফাউন্ডেশন এর সভাপতি মোঃ জাকির শিকদারের সাথে কথা বলে জানা যায় যে, সমাজের প্রতিটি প্রতিষ্ঠিত ব্যাক্তি যদি এভাবে দেশের ক্রান্তিলগ্নে সাধারণ মানুষের পাশে দাঁড়ায় তাহলে আমাদের দেশ একটি মানবিক বাংলাদেশে পরিণত হবে।
মুলশ্রী ফাউন্ডেশনের উপদেষ্টা জালাল আহমেদ বাবু, র সাথে কথা হলে তিনি বলেন, গ্রাম এলাকায় লোকজন এখনো মাস্ক ব্যাবহার করছে না, সচেতন মহলের উচিত তাদেরকে মাস্কের ব্যাবহার বুঝানো।

ওই ফাউন্ডেশনের সাধারন সম্পাদক মল্লিক মাহমুদুল ইসলাম এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক চৌধুরী মনির হোসেন বলেন, মুলশ্রী ফাউন্ডেশন অসহায় মানুষের পাশে দাঁড়ানোসহ করোনাভাইরাস প্রতিরোধে নানা কর্মসূচি গ্রহণ করেছে। সমাজের বিত্তশালীরাও যদি এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ায়, তাহলে খুব সহজেই আমরা এ মহামরীর সংকট কাটিয়ে উঠতে পারবো।
সকলের একটি কথা মনে রাখা উচিৎ- মানুষ মানুষের জন্য।