• ঢাকা
  • সোমবার, ০৬ মে ২০২৪, ০৩:২৩ অপরাহ্ন

যশোরের নওয়াপাড়ায় বিএমএসএস’র ২য় প্রতিষ্ঠা বার্ষিকী ও সাংবাদিকদের মিলন মেলা অনুষ্ঠিত


প্রকাশের সময় : মার্চ ২১, ২০২৩, ১:৪১ অপরাহ্ন / ৫৬
যশোরের নওয়াপাড়ায় বিএমএসএস’র ২য় প্রতিষ্ঠা বার্ষিকী ও সাংবাদিকদের মিলন মেলা অনুষ্ঠিত

মোঃ মানছুর রহমান (জাহিদ), যশোরঃ বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)’র ২য় প্রতিষ্ঠা বার্ষিকী ও ৩য় বর্ষে পদার্পণ উপলক্ষে সাংবাদিকদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।২০ শে মার্চ (সোমবার) সকাল ১০ টায় যশোরের অভয়নগরের নওয়াপাড়ার বিখ্যাত আকিজ দরবার হলে রাজশাহী বিভাগীয় ধর্ম বিষয়ক সম্পাদক হারুন অর রশিদের কোরআন তেলাওয়াত ও অভয়নগর উপজেলার সাংস্কৃতিক সম্পাদক সব্যসাচী বিশ্বাসের গীতা পাঠের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটির মহাসচিব সুমন সরদারের সভাপতিত্বে কেন্দ্রীয় কমিটির উপ শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাস্টার আমিনুর রহমান ও উপ দপ্তর সম্পাদক রেজোয়ান হোসেন রাজার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান। এর আগে বেলুন উড়িয়ে ও কেক কেটে ২য় প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ উদ্বোধন করেন বিএমএসএস এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম মল্লিক। উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন কেন্দ্রীয় কমিটির ভাইচ চেয়ারম্যান শেখ শিহাব উদ্দিন রুবেল, যুগ্ম মহাসচিব নুর আলমগীর হোসেন অনু, সহ সম্পাদক সুব্রত শর্মা, মো. রমজান আলী, রকিবুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, সহকারী সম্পাদক মানছুর রহমান জাহিদ,নির্বাহী সদস্য সামিউল আলম, আনোয়ার হোসেন, খুলনা বিভাগীয় কমিটির সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, সহ সভাপতি মোড়ল মুজিবুর রহমান, শেখ সেকেন্দার আলী, সহ সম্পাদক সেলিম রেজা সালাম, পাইকগাছা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ ফসিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক শাহীন আহমেদে, দপ্তর সম্পাদক জাকির হোসেন হৃদয়, সিলেট বিভাগীয় সম্পাদক গোলাম রব্বানী,রাজশাহী বিভাগীয় সভাপতি জুয়েল আহমেদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক হারুন অর রশীদ হাবিবুল্লাহ, সিলেটের শাহাজান সিরাজ, যশোর জেলা কমিটির সভাপতি নাসিম রেজা, সম্পাদক শরিফুল ইসলাম সহ সম্পাদক আবুল বাশার জীবন, ফরিদপুরের হাসিব মিয়া,তরিকুল সালাম,এ্যাড. মো. ইদ্রিস আলী,অভয়নগর উপজেলা কমিটির উপদেষ্টা মুনশী আব্দুল মাজেদ, সভাপতি রকিবুল ইসলাম রুবেল, সাধারন সম্পাদক ফিরোজ খান সিনিয়র সহসভাপতি গাজী আবুল হোসেন, মো. তাজাম্মুল ইসলাম দিপু,কেশবপুরের কামরুজ্জামান, খুলনার মোঃ সিরাজুল ইসলাম,বাঘারপাড়ার আমির হোসেন,রাজশাহীর শিশু সাংবাদিক জেসমিন আহমেদ , সাংবাদিক তপন দাস( নির্বাহী সদস্য কেন্দ্রীয় কমিটি) সহ আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটিসহ বিভাগীয়, জেলা ও উপজেলা কমিটির বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানের ২য় পর্বে সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে ও সংগঠনের জন্য অবদান রাখায় বেশ কয়েকজন সাংবাদিককে সম্মাননা ক্রেস্ট উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে সারা দেশ থেকে প্রায় ৪ শতাধিক সাংবাদিক উপস্থিত হয়। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।