• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৩:৪৯ অপরাহ্ন

র‌্যাব-৬ এর অভিযানে সাতক্ষীরা হতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কুখ্যাত মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর গ্রেফতার


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৬, ২০২৩, ১:৪৩ অপরাহ্ন / ১০১
র‌্যাব-৬ এর অভিযানে সাতক্ষীরা হতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কুখ্যাত মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর গ্রেফতার

খুলনা অফিসঃ র‌্যাব-৬ এর অভিযানে সাতক্ষীরা হতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কুখ্যাত মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর গ্রেফতার। আসামী জাহাঙ্গীর আলম সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানা এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী । সে দীর্ঘদিন যাবত সাতক্ষীরা জেলাসহ বিভিন্ন জেলায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল।

গত ২০১৩ সালের আগস্ট মাসে আসামী জাহাঙ্গীর আলমকে ১০২২ বোতল ফেন্সিডিলসহ নড়াইল জেলা ডিবি পুলিশ কর্তৃক গ্রেফতার হয় এবং আসামীর নামে নড়াইল জেলার সদর থানায় মাদক মামলা হয়। বিজ্ঞ আদালত হতে উক্ত মামলায় জামিন পেয়ে আসামী তার মাদক ব্যবসা পুনরায় চালু করে। আসামীর বিরুদ্ধে একাধিক মাদক মামলা আছে। উক্ত মামলার বিচারকার্য শেষে ঘটনার সত্যতা প্রমানিত হওয়ায় বিজ্ঞ আদালত আসামী জাহাঙ্গীর আলমকে যাবজ্জীবন সাজাসহ অর্থদন্ড প্রদান করেন। আসামী আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পার্শ্ববর্তীদেশ ভারতসহ দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ায়। পরবর্তীতে র‌্যাব গোয়েন্দা তথ্যের মাধ্যমে উক্ত আসামীর অবস্থান নিশ্চিত করে।

এরই ধারাবাহিকতায় ২৪ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ র‌্যাব-৬, সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানাধীন নলতা এলাকায় অভিযান পরিচালনা করে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কুখ্যাত মাদক ব্যবসায়ী ১। মোঃ জাহাঙ্গীর আলম (৩৩), থানা-কালীগঞ্জ, জেলা-সাতক্ষীরাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।