• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৯:২৪ অপরাহ্ন

মানিকগঞ্জের ঘিওরে আয়োজক কমিটির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৯, ২০২৩, ৭:৫০ অপরাহ্ন / ৬২
মানিকগঞ্জের ঘিওরে আয়োজক কমিটির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা

নিজস্ব প্রতিবেদক,মানিকগঞ্জঃ মানিকগঞ্জের ঘিওরে বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানের আয়োজক কমিটির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে গণমানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকেরা।

বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার তেরশ্রী কালী নারায়ন ইনস্টিটিউশনের সামনে ঘিওর-দৌলতপুর সড়কে ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে অংশ নেন দু’ শতাধিক প্রাক্তন শিক্ষার্থী- শিক্ষক ও এলাকাবাসী।

মানববন্ধনে বক্তারা দাবি করেন তেরশ্রী কালী নারায়ণ ইনস্টিটিউশন বিদ্যালয়ের অনুষ্ঠানের রেজিস্ট্রেশন ফ্রি ও র‌্যাফেল ড্র বিক্রির লাখ লাখ টাকা আত্মসাৎ করেছে আয়োজক কমিটি।

মানববন্ধন শেষে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, মো. শাহজাহান, সালেক সুমন, আমিরুল ইসলাম অভি, আবুল বাশার, মিঠু, পাভেল, জুয়েল রানা প্রমুখ।

উল্লেখ্য তেরশ্রী কালীনারায়ন বিদ্যালয়োর শত বর্ষপূর্তি অনুষ্ঠান গত ২৭ ও ২৮ শে জানুয়ারি অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানের আয়োাজক কমিটির বিরুদ্ধে নানা অনিয়ম, অসঙ্গতি এবং অর্থ আত্মসাতের অভিযোগ আনেন প্রাক্তন শিক্ষার্থীদের একাংশ। এ ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগও দায়ের করা হয়েছে।