• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৯:৪১ অপরাহ্ন

বিয়ের নামে প্রতারণার রমরমা কাবিন বানিজ্য


প্রকাশের সময় : জানুয়ারী ২০, ২০২৩, ১০:৩৬ অপরাহ্ন / ২১৫
বিয়ের নামে প্রতারণার রমরমা কাবিন বানিজ্য

মোঃ রাসেল সরকার,ঢাকাঃ ঢাকা রায়েরবাগ কদমতলী থানাধীন এলাকার গ্যাস রোডের দীর্ঘ দিন ভাড়াবাড়ীতে বসবাসের অন্তরালে চায়ের দোকানদার শাহাবুদ্দিন এবং তার দুই মেয়ে আরশেনা আক্তার নুহা বয়স (২২) এবং ছোট মেয়ে মারিয়া আক্তার নদীর (১৬) বিয়ের নামে প্রতারণার এবং ছেলেদের সাথে যোগাযোগ ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়ে দীর্ঘ দিন প্রেমের সম্পর্ক ঘড়ে তুলে পড়ে তাদের মোটা অংকের টাকা আত্নশাত করে যায়।

প্রত্যাক্ষদর্শীরা জানান এবং সেই এলাকার কিছু লোক বলে বাড়ী ভাড়া এবং চায়ের দোকান দিয়ে কিভাবে এত তার মেয়েরা এত ফিটফাট করে চলে এছাড়াও নাম বলতে অনিচ্ছুক একজন বলে চায়ের দোকানের আড়ালে সুদের ব্যাবসায় করে সুদের ব্যাবসায় টাকা না পেলে তার ভাড়াটিয়া মাদব্যাবসায়ী সন্ত্রাসী হামলা চালিয়ে টাকা আদায় করে এছাড়াও তার বড় মেয়ে আরশেনা আক্তার নুহার বিরুদ্ধে অভিযোগ উঠেছে ফেসবুক মাধ্যমে পরিচয় হয়ে কাবিনের টাকা সহ বিয়ের নামে দীর্ঘ দিন ধরে যুবকদের সাথে পরিচয় হয়ে বিয়ের আশ্বাস দিয়ে প্রতারিত স্বীকার নারায়ণগঞ্জ জেলার এক ছেলের সাথে দীর্ঘ তিনবছর প্রেম করার পড় ছেলেকে বিয়ের আশ্বাস দিয়ে তিনবছরে ছেলের থেকে প্রায় ৩ থেকে ৪লাখ টাকা হাতিয়ে নেন। এবং পারিবারিক ভাবে বিয়ের কথা বলে ছেলের থেকে গহনা স্বর্ন অলংকার আত্নসাৎ করে এবং পরিষেশে চায়ের দোকানদার শাহাবুদ্দি এবং তার মেয়ে নুহা ছেলের পরিবার সাথে যোগাযোগ ছেড়ে দিয়ে তাদের সম্মতি ছাড়া বিয়ে দিয়ে বেশ কিছু দিন পড় ছেলের পরিবার কে জানান তার মেয়েকে বিয়ে দিয়ে দিছে ছেলের পরিবার কথা শুনে সেরকম কোন বাধাগ্রস্থ না করে তাদের স্বর্ন অলংকার চাওয়া বেশ কিছু দিন ধরে ভুক্তভোগী পরিবার কে রায়ের বাগ থেকে তার পালিত সন্ত্রাসী বাহিনী এবং বন্দর এলাকার মাদকব্যাবসায়ীর সাথে সম্পৃক্ততা থাকায় বেশ কিছুদিন যাবৎ প্রাণনাশের হুমকি দিয়ে এবং নিরাপত্তা কথায় চিন্তা করে ভুক্তভোগীর পরিবার থেকে বন্দর থানায় একটি অভিযোগ করা হয়েছে

এ ব্যাপারে বন্দর থানায় ওসি আবু বক্কর সিদ্দিক জানান
আমরা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যাবস্থা নেয়া হবে বলে তিনি জানান।