• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০২:২১ পূর্বাহ্ন

গোপালগঞ্জে দুই দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত


প্রকাশের সময় : ডিসেম্বর ৩০, ২০২২, ৯:১৯ পূর্বাহ্ন / ৫৮
গোপালগঞ্জে দুই দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জে দুইদিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকালে স্থানীয় পৌর পার্কে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এ মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলম।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) একেএম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম পিপিএম, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মুন্সী আতিয়ার রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেব প্রসাদ পাল, গোপালগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফার রহমান বাচ্চু, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের উপ-পরিচালক (ডিডিএলজি) আজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. গোলাম কবির, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দিন, জেলা সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ- পরিচালক অরবিন্দু কুমার রায়, জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. এহসানুল হক, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জাহিদ হোসেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. ফয়জুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. ফয়েজ আহমেদ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী প্রতিভা সরকার, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের হাসানুজ্জামান, ওজোপাডিকো’র নির্বাহী প্রকৌশলী আমিনুর রহমান, জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আশিষ কুমার দাস, পল্লী বিদ্যুৎ সমিতির জিএম মো. হাদিউজ্জামান, জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ বৈরাগী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হামিদ, এস এম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমল চন্দ্র হালদার, বীণাপাণি সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃন্ময় বাড়ৈ, স্বর্ণকলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহে আলম, শেখ রাসেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউল হক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থী ও অভিভাবক সহ জেলায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

“ডিজিটাল উদ্ভাবনী সেবা প্রদান” ক্যাটাগরীতে প্রথম স্থান অর্জনকারী জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, দ্বিতীয় স্থান অর্জনকারী জেলা পুলিশ বিভাগ এবং তৃতীয় স্থান অর্জনকারী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এছাড়াও মেলায় “স্টল সজ্জা ও সেবা উপস্থাপনা” ক্যাটাগরীতে প্রথম স্থান অর্জনকারী জেলা পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস), দ্বিতীয় স্থান অর্জনকারী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং তৃতীয় স্থান অর্জনকারী জেলা মৎস্য অধিদপ্তরের কর্ণধারদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলম।