• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০২:৪০ পূর্বাহ্ন


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৯, ২০২৩, ১২:১৯ অপরাহ্ন / ১৮০

বাক্সবন্দী
————আকিকুর রহমান তালুকদার

বাক্সবন্দী সনদ পত্র
লাগে না তো কাজে,
পথে পথে ঘুরে বেড়ায়
জীবন চলে সাঁঝে।

লাঠির ঝাঁটা নিত্য ভাগে
কষ্টে জীবন চলে,
আপন স্বজন দূরে থাকে
পেট ভরে জলে।

আঁধার ঘেরা বেকার জীবন
বুকে নিয়ে কষ্ট,
লেখা পড়া শিখলে কত
তবু জীবন নষ্ট।

ঘুরে বেড়ায় বেকার হয়ে
নিরব আঁখি জলে,
কেউ দেয়নি ভালোবাসা
সবাই থাকে ভুলে।

লয় না খবর আপন জনে
বিপদ আপদ কালে,
তাই তো বলি কাজ করিলে
বাতাস লাগে পালে ।

নিজের জীবন নিজে গড়ো
লাজ লজ্জা ভুলে,
নিজের হাতে কর্ম করলে
হেসে উঠবে মূ্ল্যে।