কাজল দত্তঃ আমর্ওয়ার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত দ্বিতীয় জাতীয় পাঞ্জা প্রতিযোগিতা সিলেটের বিয়ানী বাজারে শেষ হয়েছে। সারা দেশ থেকে প্রায় ১০০ জন পুরুষ ও মহিলা খেলায় অংশগ্রহণ করে। রাজশাহী চট্টগ্রাম সিলেট জামালপুর রাঙ্গামাটি ঢাকা সহ বিভিন্ন জেলার পুরুষ ও মহিলা ক্রীড়াবিদ গন নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াই করে । বিপুল উৎসব উদ্দীপনার মধ্যে খেলাধুলায় করে অংশগ্রহণ করে। পুরুষ বিভাগে আটটি ওজন শ্রেণী ও মহিলাদের দুইটি ওজন শ্রেণী এছাড়া উল্লেখযোগ্য ছিল শারীরিক প্রতিবন্ধী দের জন্য পাঞ্জা প্রতিযোগিতা এখানে আরো উল্লেখযোগ্য ছিল যে তৃতীয় লিঙ্গের খেলোয়াড়দের খেলার আয়োজন। সিলেটের বিয়ানীবাজার উপজেলার অডিটোরিয়াম ছিল কানায় কানায় পূর্ণ দর্শক গান প্রাণ ভরে খেলা উপভোগ করেন। সকল ওজনের প্রথমদের নিয়ে অনুষ্ঠিত হয় চ্যাম্পিয়ন অব দ্যা চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন অব দ্যা চ্যাম্পিয়নদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছেন আমান উদ্দিন সিলেট বিরানি বাজার বাঁ হাত পাঞ্জা খেলাও চ্যাম্পিয়ন হয়েছেন আমানউদ্দিন। দলগত চ্যাম্পিয়ন হয়েছেন সিলেট ও রানার্স আপ হয়েছেন ঢাকা জেলা উক্ত খেলায় সার্বিক সহযোগিতায় করার জন্য ঢাকা থেকে পুরুষ ও মহিলা রেফ্রিগণ সুষ্ঠু ভাবে খেলা পরিচালনা করার জন্য সহায়তা করেন।