কাজল দত্ত, ঢাকাঃ বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের ব্যবস্থাপনায় ১৭তম জাতীয় সামার অ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২৫” শুক্রবার, শনিবার ও রবিবার, জাতীয় স্টেডিয়াম, ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে।
প্রতিযোগিতা উপলক্ষে শুক্রবার বিকাল সাড়ে ৩ টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহবুব-উল-আলম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল (অবঃ) ড. মোঃ নাঈম আশফাক চৌধুরী। সঞ্চালনা করেন প্রতিযোগিতার কম্পিটিশন ডাইরেক্টর ও ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম।
দেশের অন্যতম বৃহৎ ও বর্ণাঢ্য এই ক্রীড়ানুষ্ঠানে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা ২৬টি, ইউনির্ভাসিটি ৭টি, শারিরীক শিক্ষা কলেজ ৩টি, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমানবাহিনী, বাংলাদেশ জেল, বাংলাদেশ পুলিশ, বিজিবি, বিকেএসপিসহ মোট ৪৩টি সংস্থার ৪৬৭জন এ্যাথলেট অংশগ্রহন করছে। এর মধ্যে ছেলে ৩৩১জন মেয়ে ১৩৬জন এবং প্রায় ৬০জন ম্যানেজার ও কোচ এবং ১২০জন টেকনিক্যাল অফিসিয়াল অংশগ্রহন করছেন। ৩দিন ব্যাপি এই প্রতিযোগিতা ২টি গ্রুপের ৪০টি ইভেন্ট অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে পুরুষ ইভেন্ট ২২টি এবং মহিলা ইভেন্ট ১৪টি। প্রধান অতিথি অ্যাথলেটিক্সে জাতীয় ক্রীড়া পুরষ্কারপ্রাপ্ত ৪৬জন কে সম্মাননা স্মারক প্রদান করেন।
১ম দিনেই ২টি নতুন জাতীয় রেকর্ড । ডিসকাস থ্রো (পুরুষ) ৪৬.৯৪ মিটার দূরত্ব অতিক্রম করে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর আব্দুল আলিম। পূর্বে এই ইভেন্টে ২০১০ সালে একই সংস্থার আজহারুল ইসলাম তখন ৪৪.৯৮ মিটার দূরত্ব অতিক্রম করেছিলেন।
এছাড়া শটপুট (মহিলা) ইভেন্টে জান্নাত বেগম বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে ১৩.৯১ মিটার দুরত্ব অতিক্রম করে নতুন জাতীয় রেকর্ড অর্জন করেন। পূর্বে এই ইভেন্টে বাংলাদেশ নৌবাহিনীর হয়ে রেকর্ড গড়েছিলেন জাকিয়া আক্তার। তখন ১৩.৫২ মিটার দূরত্ব অতিক্রম করেছিলেন। ১০০ মিটার স্প্রিন্টে দ্রুততম মানব বাংলাদেশ নৌবাহিনীর ইমরানুর রহমান সময় নিয়েছেন ১০.৬৪সে, (ই)। দ্রুততম মানবীর ২য় বারের খেতাব ধরলেন বাংলাদেশ নৌবাহিনীর সুমাইয়া দেওয়ান, সময় নিয়েছে ১২.১৯ সে. (ই)।
১ম দিনে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১১টি ইভেন্ট সম্পূন্ন হয়েছে। ৭ টি স্বর্ণ, ৬ টি রৌপ্য ও ৬ টি ব্রোঞ্জ মোট ১৯টি পদক নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী পদক তালিকার শীর্ষে অবস্থান করছে। ৫টি স্বর্ণ, ৬ টি রৌপ্য এবং ৩টি ব্রোঞ্জ সহ মোট ১৪ টি পদক নিয়ে ২য় অবস্থানে আছে বাংলাদেশ নৌবাহিনী এবং ০১ টি করে বোঞ্জ পদক নিয়ে ৩য় অবস্থানে আছে বিকেএসপি, বাংলাদশ বিমানবাহিনী ও বাংলাদেশ পুলিশ। তিনদিনব্যাপী প্রতিযোগিতার ২য় দিনের প্রতিযোগিতা (২৩/০৮/২০২৫) সকাল ৬.৩০ মিনিটে ২০,০০০মিটার হাঁটা ইভেন্ট দিয়ে শুরু হবে।