এম এ মান্নান, মধ্যনগর, সুনামগঞ্জঃ সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার প্রসাশনের উদ্যোগে বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১ টার সময় উপজেলা পরিষদের কার্যালয় অফিস কক্ষে উপজেলার আইনশৃঙ্খলা কমিটির সভা ও দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও উজ্জ্বল রায়, এ সময় বক্তব্য রাখেন মধ্যনগর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মনিবুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মোশাহিদ তালুকদার,সদস্য মোঃ কামাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা ইউনুস মিয়া, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ দেলোয়ার হোসেন, সমবায় অফিসার মোঃ সামছুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি এম এ মান্নান, তাছাড়াও ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুছ ছাত্তার, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন, বিজিবি কমান্ডার ইকবাল বাহার,লিয়াকত ও পূজা উদযাপন কমিটির আহ্বায়ক নান্টু সরকার, সদস্য সচিব নিবাস সরকার, সদস্য টি টু রঞ্জন তালুকদার প্রমুখ।
সভায় মাদক নিয়ন্ত্রণ, জুয়া খেলা নিয়ন্ত্রণ, চোরি ছিনতাই সামাজিক অবক্ষয়ের অপরাধ দমন, সীমান্ত নিরাপত্তা,চোরাচালানী নিয়ন্ত্রণে রাখার আহবান জানান বক্তারা।
পরিশেষে পাশাপাশি দুর্গাপূজাকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার নিমিত্তে প্রয়োজনীয় উদ্যোগ নিতে প্রশাসনের দিকনির্দেশনা দেয়া হয়। যেমনটা আলোচনা হয় যে, উপজেলায় মোট ৩২ টি মণ্ডপে পূজা উদযাপন হবে। পূজা চলাকালে নারীদের নিরাপত্তা ও আলাদা আলাদা যাতায়াতের ব্যবস্তা রাখতে হবে। পূজা চলাকালে কোনধরনের মাদক দ্রব্য সেবন করা যাবেনা। এছাড়াও সভায় উপজেলায় বিগত মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতির মূল্যায়ন করা হয়।