এম এ মান্নান, মধ্যনগর, সুনামগঞ্জঃ সুনামগঞ্জের মধ্যনগরে পুলিশের বিশেষ অভিযান চালিয়ে গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী নারী ও পুরুষ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মনিবুর রহমানের দিকনির্দেশনায় এসআই মোঃ ইউসুফ আলী সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় নারী ও পুরুষ দুই মাদক কারবারিকে আটক করা হয়। জানা যায়,কুখ্যাত নারী মাদক কারবারি রোজিনা আক্তার একজন ডিভোর্সী মহিলা, সে দির্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ও গাঁজা বিক্রি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হলেও বড় ধরনের মজবুত চালান আটক করতে পারেনি পুলিশ। অভিযানে ছিলেন, এসআই মোঃ আলমগীর হোসেন, এসআই নাজমুল ইসলাম, এসআই মোঃ লুৎফর রহমান, এএসআই মোঃ নুরুল আমিন ও এএসআই শাহ আশরাফুল ইসলাম সহ পুলিশের একটি বিশাল টিম এঅভিযান চালিয়ে তার ঘরে তল্লাশি করে মাত্র ৩২০ গ্রাম গাঁজা জব্দ করেন ।
অভিযানকালে মধ্যনগর থানার ২নং বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের চান্দালীপাড়া গ্রামের মাদক কারবারি মোঃ খোরশেদ মিয়ার মেয়ে মোছাঃ রোজিনা আক্তার (২৯) ও মৃত কটুমিয়ার ছেলে মোঃ চানমিয়া (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ। এসময় রোজিনার বসত বাড়ি থেকে ৩২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৬ হাজার ৪০০ টাকা।
এ ঘটনায় এসআই মোঃ ইউছুব আলী বাদী হয়ে ধৃত আসামীদের বিরুদ্ধে মধ্যনগর থানায় একটি মামলা দায়ের করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৯(ক)/৪১ ধারায়। মামলার তদন্তভার প্রদান করা হয়েছে এসআই মোঃ আলমগীর হোসেনকে।
এবিষয়ে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মনিবুর রহমান বলেন,মাদক নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। এবং এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।