• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১০:৪৭ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের ৫ম জেলা কাউন্সিল অনুষ্ঠিত


প্রকাশের সময় : জুলাই ২২, ২০২২, ৯:৪৭ অপরাহ্ন / ১৬২
সিরাজগঞ্জে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের ৫ম জেলা কাউন্সিল অনুষ্ঠিত

এস এম মজনু, সিরাজগঞ্জঃ শ্রমিকদের জাতীয় নূন্যতম মজুরি ২০ হাজার টাকা নির্ধারণ, শ্রমিক স্বার্থ বিরোধী সকল কালো আইন বাতিলের দাবি সহ সিরাজগঞ্জের বিভিন্ন শ্রেণী পেশার শ্রমিকদের ৮ দফা দাবি কে সামনে রেখে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিরাজগঞ্জ জেলা শাখার ৫ম কাউন্সিল ২২জুলাই শুক্রবার সকাল সাড়ে দশটায় চৌরাস্তা বাসদ কার্যালয়ে অনুষ্ঠিত হয় ।কাউন্সিল উদ্বোধন করেন বাসদ সিরাজগঞ্জ জেলা শাখার সদস্য সচিব এড, আনোয়ার হোসেন, উদ্বোধনী বক্তব্য শেষে একটি লাল পতাকা মিছিল সারা শহর প্রদক্ষিণ করে। মিছিল শেষে কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি কমরেড খয়ের আলী, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক কমরেড নব কুমার কর্মকার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় কৃষি শ্রমিক বিষয়ক সম্পাদক সাইফুজ্জামান টুটুল,বাসদ সিরাজগঞ্জ জেলা শাখার অন্যতম নেতা আব্দুল্লাহ আল মামুন, ইজিবাইক শ্রমিক নেতা মহম্মদ করিম, কাট শিল্প শ্রমিকনেতা আব্দুল কুদ্দুস, তাঁত শ্রমিক ফেডারেশনের নেতা নূরুল ইসলাম,গার্মেন্টস ও টেক্সটাইল শ্রমিক ফ্রন্ট নেতা এস এম মজনু ছাত্র ফ্রন্টের সভাপতি ছানোয়ার হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ । সভা পরিচালনা করেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সন্তোষ কুমার বাবু । আলোচনা শেষে, পলাশ কুমার ঘোষ কে সভাপতি, সঞ্জয় কুমার গৌর কে সাধারণ সম্পাদক এবং আব্দুল কুদ্দুস কে সাংগঠনিক সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি সর্ব সম্পত্তি ক্রমে ঘোষনা করা হয়।