• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ১০:২৯ পূর্বাহ্ন

সান লাইফ ইন্সুরেন্সের কর্মকর্তার বিরুদ্ধে নারীকে ধর্ষণের অভিযোগ


প্রকাশের সময় : জানুয়ারী ১৩, ২০২৩, ১২:১৯ পূর্বাহ্ন / ১০৫
সান লাইফ ইন্সুরেন্সের কর্মকর্তার বিরুদ্ধে নারীকে ধর্ষণের অভিযোগ

মোঃ রাসেল সরকারঃ সান লাইফ ইন্সুরেন্সের কোম্পানির কর্মকর্তা হেদায়েত উল্লাহ আকাশের বিরুদ্ধে এক নারীকে ফুঁসলিয়ে ধর্ষণের অভিযোগ। নারী ধর্ষণের অভিযোগে ঐ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিয়েছেন ভুক্তভোগী। ওই নারী জানায় যে, গত ২০-২৫ দিন পূর্বে হেদায়েত উল্লাহ আকাশের সাথে পরিচয়ের সূত্র ধরে। সান লাইফ ইন্সুরেন্স এর বনানী কার্যালয়ের বিটিএল ভবনে যান ওই নারী। সেখানে হেদায়েত উল্লাহ আকাশ ওই ভুক্তভোগী নারীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলেন। গত ২০২২ সালের ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে সান লাইফ ইন্সুরেন্সের বনানী কার্যালয়ে বিটিএ ভবনের ছয় তলার একটি রুমে ডেকে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করে। হেদায়েত উল্লাহ আকাশ ভুক্তভোগী ওই নারীকে প্রতি মাসে ১৫-২০ হাজার টাকা খরচ হিসেবে দিবেন বলে প্রতিশ্রুতি দেন এবং তাকে বিয়ে করবেন বলেও আশ্বস্ত করেন। কিন্তু ধর্ষণ করার পর থেকে হেদায়েত উল্লাহ আকাশ ওই ভুক্তভোগীর ফোন রিসিভ করেন না এবং তাকে বিয়ের ব্যাপারে কোন আলোচনাও করেন না। নিরুপায় হয়ে ওই ভুক্তভোগী নারী বিভিন্ন মানুষের কাছে সাহায্য চেয়ে বেড়াচ্ছেন। ওই ভুক্তভোগী নারী সংবাদ কর্মীদের জানায়, আকাশ আমাকে নানা প্রলোভন দেখিয়ে বন্ধুত্বের সম্পর্ক তৈরি করে তার অফিস রুমের ভিতরে আমার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করেছে, ধর্ষণের একাধিক তথ্য প্রমাণ আমার কাছে আছে, আমি এই বিষয়ে আইনগত সহযোগিতা চাই। হেদায়েত উল্লাহ আকাশ সান লাইফ ইন্সুরেন্সের বনানীতে এসই ভিপি পদে কর্মরত রয়েছে। সর জমিনে তার অফিসে গিয়ে খোঁজ নিতে গেলে তিনি আত্মগোপনে থেকে সাংবাদিকদের এড়িয়ে যান।