• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৫:৩৪ পূর্বাহ্ন

যশোরের শার্শায় নতুন জাতের মাদকসহ ৪ মাদক ব‍্যবসায়ী আটক


প্রকাশের সময় : অগাস্ট ১১, ২০২১, ১০:১৪ পূর্বাহ্ন / ১৯৬
যশোরের শার্শায় নতুন জাতের মাদকসহ ৪ মাদক ব‍্যবসায়ী আটক

মোঃ সোহাগ হোসেন,শার্শা,যশোরঃ যশোর ডিবি পুলিশের অভিযানে শার্শার কায়বা ইউনিয়ন চালিতাবাড়ীয়া এলাকায় অভিযান চালিয়ে ফেনসিডিলের আদলে (বিকল্প) ESKUF CODEINE নামক নতুন জাতের মাদকসহ ৪ জন মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৪২ বোতল ইস্কাফ কোডেইন ESKUF CODEINE নতুন জাতের মাদক উদ্ধার করে।

আটককৃতরা হলেন, সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কাঁদপুর পশ্চিম পাড়ার আব্দুর রশিদের ছেলে আবু সাঈদ (২৮), মিজানুর রহমানের ছেলে রবিউল ইসলাম রবি, সুরত আলী সরদারের ছেলে মেহেদী হাসান, ও মনিরুল ইসলামের ছেলে কামরুল ইসলাম,সম্রাট ।

ডিবি’র এসআই আরিফুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে আমি ও আমার সঙ্গীয় ফোর্সসহ মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টায় শার্শা উপজেলা কায়বা ইউনিয়নের চালিতাবাড়ীয়া এলাকায় অভিযান চালিয়ে ওই চার মাদক কারবারীকে নতুন জাতের মাদক সহ হাতে নাতে আটক করি।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারি ফেনসিডিলের আদলে (বিকল্প) মাদক ESKUF CODIENE ফেনসিডিলের মতই ভারতথেকে চোরাই পথে নিয়ে আসে তারা।এবং তা ফেনসিডিলের মত করেই বিভিন্ন এলাকায় বিক্রি করে। যা ইন্ডিয়ার হরিয়ানা প্রদেশের LABURATE PHARMACITICALS INDIA LTD কোম্পানীতে প্রস্তুত করা হয়।

এ ঘটনায় ডিবি’র এসআই আরিফুল ইসলাম বাদী হয়ে শার্শা থানায় একটি মামলা করেন।