• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০১:৪৫ অপরাহ্ন

মোহনপুরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের “বিধি ও প্রবিধিমালার প্রয়োগ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত


প্রকাশের সময় : জুন ৩০, ২০২২, ৬:০২ অপরাহ্ন / ১৩২
মোহনপুরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের “বিধি ও প্রবিধিমালার প্রয়োগ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

রাজশাহী ব্যুরোঃ নিরাপদ খাদ্য, উন্নত স্বাস্থ্য” এই পতিপাদ্য কে সামনে রেখে নির্ভীক গতিতে কাজ করে যাচ্ছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয় রাজশাহী। এরই ধারাবাহিকতায় রাজশাহী মোহনপুরে পান চাষীদের প্রশিক্ষণ কর্মশালা ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আইন, বিধি ও প্রবিধিমালার প্রয়োগ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

৩০ জুন সকাল ১০ টায় উপজেলা অডিটোরিয়ামে এই প্রশিক্ষণ কর্মশালা ও সেমিনারের আয়োজন করা হয়। সকাল ১০ টায় উপজেলার পান চাষীদের প্রশিক্ষণ কর্মশালা দেওয়া হয়েছে। এই কর্মশালার প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোসাঃ রহিমা খাতুন। প্রশিক্ষনে কৃষি কর্মকর্তা উপস্থিত কৃষকদের পানের রোগের প্রতিকার নিয়ে ব্যাপক পরামর্শ দেন। এছাড়াও তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, দেশে পানের জন্য বিখ্যাত মোহনপুর উপজেলা। উপজেলার কৃষকদের আয়ের বড় একটি অংশ হচ্ছে পান বরজ বা পান চাষ। আমরা সব সময় পান চাষ নিয়ে কৃষকদের পরামর্শ দিয়ে থাকি। আগামীতেও পান চাষীদের বিভিন্ন প্রশিক্ষণের ব্যাবস্থা থাকবে। এরপর সকাল ১১.৩০ টায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আইন, বিধি ও প্রবিধিমালা শীর্ষক সেমিনার করা হয়। এই সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রাজশাহী জেলা কর্মকর্তা লোকমান হোসেন। তিনি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ -১৩ আইনের ৯০ টি ধারা, ১১ টি বিধি ও ৩ টি প্রবিধিমালার প্রয়োগ সম্পর্কে আলোচনা করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ আব্দুস সালাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের মানুষ বর্তমানে স্বস্তিতে আছে। মাত্র কয়েকদিন আগে সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে পদ্মা সেতু উদ্বোধন করা হয়েছে। যা দেশ উন্নয়নের সবচেয়ে বড় মাইল ফলক। সরকার জনগণের স্বাস্থ্য সুরক্ষার জন্য একটি আলাদা প্রতিষ্ঠান তৈরি করেছে। “বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ” জনগণের খাদ্য নিরাপদতা নিয়ে কাজ করছে। আপনারা সবাই স্বতঃস্ফূর্তভাবে এই প্রতিষ্ঠানকে সহযোগিতা করবেন। কারন স্বাস্থ্যই সকল সুখের মূল।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সনওয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহবুব হাসান রাসেল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা রহমান। এছাড়াও স্থানীয় সচেতন নাগরিক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।