• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১০:৩৭ অপরাহ্ন

বাল্য বিবাহ নিরোধে শার্শায় নিকাহ রেজিস্ট্রারদের ভূমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত


প্রকাশের সময় : মার্চ ২৯, ২০২৩, ৫:১৯ অপরাহ্ন / ৭৩
বাল্য বিবাহ নিরোধে শার্শায় নিকাহ রেজিস্ট্রারদের ভূমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

খোরশেদ আলম, শার্শা, যশোরঃ যশোরের শার্শায় বাল্য বিবাহ নিরোধে নিকাহ রেজিস্ট্রারদের ভূমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা প্রশাসন সভা কক্ষে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল।

শার্শা উপজেলা কাজী সমিতির সভাপতি মাওলানা মোঃ ইলিয়াস ও শার্শা উপজেলা কাজী সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওহাব এর সভাপতিত্বে, এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর জেলা কাজী সমিতির সভাপতি মোঃ রেজাউল ইসলাম। এছাড়াও এসময় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, যশোর জেলা কাজী সমিতির সাধারণ সম্পাদক ও যশোর জেলা বাল্য বিবাহ নিরোধ কমিটির সদস্য মোশাররফ হোসেন।

এছাড়াও এসময় অত্রাঞ্চলের কাজী সমিতির অন্যান্য সদস্যরা সহ উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিকরা।

অনুষ্ঠানে উপস্থিত সকল কাজীদের গুরুত্বপূর্ণ আলোচনা বক্তব্য বক্তব্য শেষে এসময় উক্ত কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে বলেন, কোন কাজীর বিরুদ্ধে যদি বাল্য বিবাহ রেজিস্ট্রারের অভিযোগ পাওয়া যায় তাহলে আমি আইনগত পদক্ষেপ গ্রহণ করবো। ভূয়া কাজীদের দ্বারা এলাকায় বাল্য বিবাহ হচ্ছে এমন অভিযোগে ভিত্তিতে, তাদের বিরুদ্ধে আইনগত শাস্তি প্রদানের ব্যবস্থা গ্রহণ গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেন। এছাড়াও এসময় বাল্য বিবাহ বন্ধে কাজীগণ সকলেই শপথ করেন।