এম এম সাইফুর রহমান, চরভদ্রাসন, ফরিদপুরঃ ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় বাংলাদেশ খেলাফত মজলিস চরভদ্রাসন উপজেলা শাখা কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল রোজ শনিবার ( ১৮ অক্টোবর ) সন্ধ্যা ৬.৩০ মিনিটে এ কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়।
চরভদ্রাসন উপজেলার সদর বাজারে আদর্শ স্কুল রোডে অবস্থিত নব কার্যালয়ে বাংলাদেশ খেলাফত মজলিস চরভদ্রাসন উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি সালাউদ্দিন আহমেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি ও ফরিদপুর - ৪ ( ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন ) আসনের বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা মিজানুর রহমান মোল্যা শুভ উদ্বোধন ঘোষণা করেন।
বাংলাদেশ খেলাফত মজলিস চরভদ্রাসন উপজেলা শাখার সভাপতি মুফতি জাকারিয়া এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকী, সাধারণ সম্পাদক মুফতি মামুনুর রশীদ, ভাঙ্গা উপজেলা শাখার সদস্য মাওলানা হুজায়ফা।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস চরভদ্রাসন উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুফতি মাসুদুর রহমান, ছাত্র মজলিস সভাপতি হাফেজ মুহাম্মদ আশরাফ, যুব মজলিস সভাপতি মাওলানা মিজানুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস চর হরিরামপুর ইউনিয়ন সভাপতি হাফেজ শাহেদুল ইসলাম, গাজীরটেক ইউনিয়ন সভাপতি লিটন মোল্যা, চরভদ্রাসন ইউনিয়ন সভাপতি মাওলানা মুহসিন সহ বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীবৃন্দ।
" ধর্ম-বর্ণ-ভিন্নমত, সবার জন্য খেলাফত
নারায়ে তাকবীর, আল্লাহু আকবর , শান্তির মার্কা রিক্সা মার্কা, আল্লামা মামুনুল হকের সালাম নিন রিক্সা মার্কায় ভোট দিন, মিজান মোল্যার সালাম নিন রিক্সা মার্কায় ভোট দিন" এ শ্লোগানে মুখরিত ছিল উপজেলা শাখার নতুন কার্যালয।
বক্তারা বলেন দেশ আজ ধংসের দিকে মানুষের মধ্যে পরিণত হয়েছে লোভ- লালসা, হিংসা, নির্যাতন সহ নানান অপকর্ম। এ অবস্থায় দেশে প্রয়োজন ইসলামী শাসনতন্ত্র, ইসলামী দিতে পারে শান্তি, ইসলাম শান্তির ধর্ম। তাই সকলকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী প্রতীক রিক্সা মার্কায় ভোট দিয়ে জয় যুক্ত করার আহ্বান জানান।