• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০২:০০ পূর্বাহ্ন

পটুয়াখালীর রাঙ্গাবালীতে প্রধানমন্ত্রীর উপহারের ঘরে বালু নেওয়াকে কেন্দ্র করে লোটাস বাহিনীর হামলায় কৃষক আহত


প্রকাশের সময় : জুলাই ২২, ২০২১, ৭:২৯ অপরাহ্ন / ২১৯
পটুয়াখালীর রাঙ্গাবালীতে প্রধানমন্ত্রীর উপহারের ঘরে বালু নেওয়াকে কেন্দ্র করে লোটাস বাহিনীর হামলায় কৃষক আহত

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের কাটাখালী গ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘরে বালু নেওয়ায় এলাকার সন্ত্রাসী লোটাস বাহিনী হামলা চালিয়ে জখম করে হতদরিদ্র নাদিম বিশ্বাস নামে এক কৃষককে । আহত সূত্রে জানা যায় ১৮ জুলাই রবিবার বিকালে বড়বাইশদিয়া কাটাখালীর হত দরিদ্র নাদিম বিশ্বাস প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ঘর তৈরি করতে টলিতে বালু নিচ্ছিলেন। ঘর তৈরির বালু নিতে বাধা দেন এলাকার চিহ্নিত সন্ত্রাসী লোটাস মুন্সি, রুমান মুন্সি সহ আরও ৬/৭ জন সন্ত্রাসী বাহিনী অসহায় নাদিম বিশ্বাসের উপর দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালিয়ে জখম করে । আহত নাদিম বিশ্বাস কে স্থানীয়রা পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। শুধু তারা হামলা চালিয়ে ক্ষান্ত হননি নাদিম বিশ্বাস কে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর জন্য ঐ রাতে রাঙ্গাবালী থানায় ৮ জন কে আসামি করে মিথ্যা অভিযোগ দায়ের করে । এলাকাবাসী ও আহত সুত্রে জানা যায়, এই লোটাস বাহিনীর প্রধান লোটাস মুন্সি গত বছর ২১ শে জুন ২০২০ সালে নিজের ঘেরে মাছ মরে যাওয়া কে কেন্দ্র করে কলেজ ছাত্রলীগ সভাপতি সহ তিন জনের নামে মিথ্যা মামলার নাটক সাজায় ।পরবর্তীতে থানা পুলিশ তদন্ত করে কোন সত্যতা পায়নি। লোটাস বাহিনীর প্রধান লোটাস মুন্সি আওয়ামীলীগের ক্ষমতার অপব্যবহার করে নিজের ছেলে রোমান মুন্সিকে তুলাতুলী কমিউনিটি ক্লিনিকে কর্মরত স্বাস্থ্য কর্মী হিসাবে চাকুরী দেন। গত ২৫ শে ফেব্রুয়ারি স্বাস্থ্য কর্মী রুমানের বিরুদ্ধে কমিউনিটি ক্লিনিকের নানা অনিয়মের অভিযোগে বিভিন্ন জাতীয় পত্রিকা সহ অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশিত হয়। সেই সংবাদ প্রকাশের জেরে ইউপি সদস্য হেলাল মেম্বার কে দায়ী করে তাকে মামলা সহ জীবন নাশের হুমকি দেয় । নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামীলীগের এক প্রবীণ নেতা বলেন, ওরা জামায়াত শিবিরের লোক, যখন যে দল ক্ষমতায় আসে সেই দল ওদের হয়ে যায় ইউনিয়ন আওয়ামীলীগের কোথায়ও লোটাস বাহিনীর নাম নেই , এই লোটাস বাহিনীর প্রধান লোটাস মুন্সি কে অপকর্মের প্রতিবাদ করলে মামলা দিয়ে হয়রানি করে এলাকায় মামলাবাজ লোটাস নামে পরিচিত। এই হামলার সম্পর্কে জানতে লোটাস মুন্সিকে ফোন করলে তিনি জানান, আমরা নাদিম বিশ্বাস নামের কোন ব্যক্তিকে মারি নি , সরকারি রাস্তা দিয়ে টলি গাড়ি চললে রাস্তা নষ্ট হয়ে যায় তাই বলছি অন্য রাস্তা দিয়ে মালামাল টানতে ।