সোহেল মোল্লা, পটুয়াখালীঃ পটুয়াখালী সদর উপজেলার ছোটবিঘাই ইউনিয়নের ৯ নং ওয়ার্ড হরতোকিবাড়িয়া গ্রামে শশুর বাড়িতে জামাইকে খুন করার ঘটনা ঘটে। সোমবার ২০ অক্টোবর সন্ধ্যা রাত আনুমানিক সাড়ে আটটার ঘটনাস্থল শান্তি দাসের নিজ ঘরের মধ্যে এ ঘটনা ঘটে।
নিহত ব্যাক্তি অনিমেষ চন্দ্র দাস, সদর উপজেলার লাউকাঠী ইউনিয়নের ঢেউখালী গ্রামের বাসিন্দা সুভাষ চন্দ্র দাসের ছেলে। ছেলের এমন ঘটনা শুনে পিতা জ্ঞান হারিয়ে পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানাগেছে।
স্থানীয় সুত্রে, সন্ধ্যার পর শান্তি দাসের বাড়িতে জামাইকে মেরে ফেলা হয়েছে এমন খবর ছড়িয়ে পড়ে। এলাকাবাসী খবর শুনে এসে অনিমেষকে রক্তাক্ত অবস্থা মৃত দেখতে পায়। ঘটনার পরপর শান্তি দাস, তাট মেয়ে মনিকা ও তার স্ত্রী সবাই পলাতক রয়েছে বলে জানান স্থানীরা। সুত্রে জানাগেছে, স্ত্রী মনিকার গহনা নিয়ে বিরোধ এবং স্ত্রীর মা শাশুড়ির নামে ডিপিএস করাকে কেন্দ্র করে কথার কাটাকাটির এক পর্যায়ে কোদাল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করলে ঘটনাস্থলেই মারা যায় অবিনাশ। পরে শশুর বাড়ির লোকজন ৯৯৯ কল করে এম্বুলেন্স খবর দেয়। এম্বুলেন্স আসার আগেই মৃত অবিনাশের লাশ ফেলে রেখে পালিয়ে যায় শশুর বাড়ির লোকজন।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সদর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ আহমেদ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরন করা হবে। ঘটনার সাথে জড়িতদের কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এছাড়াও ঘটনাস্থলে সিআইডি তদন্ত করে আলামত জব্দ করা হয়েছে। বাকি আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।