• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০১:৩৭ অপরাহ্ন

নড়াইলে শিক্ষক-শিক্ষার্থী সর্ম্পক উন্নয়ন শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় : জুলাই ৫, ২০২২, ১১:৫৮ অপরাহ্ন / ১৩৫
নড়াইলে শিক্ষক-শিক্ষার্থী সর্ম্পক উন্নয়ন শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইলঃ নড়াইলে শিক্ষক-শিক্ষার্থী সর্ম্পক উন্নয়ন ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে করণীয় শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ জুলাই মঙ্গলবার দুপুরে জেলা পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম সায়েদুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা ড, মোঃ লুৎফর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বার্হী কর্মকর্তা সাদিয়া ইসলাম, শাহাবাদ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেন, সিটি কলেজের অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান মল্লিক, উপজেলা শিক্ষা অফিসার এস এম সুলতান মাহমুদ,লোহাগড়া শিক্ষা অফিসার আব্দুল হামিদ ভূইয়া,সদরের সহকারি শিক্ষা অফিসার সজল বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানে নড়াইল সদর উপজেলার কলেজ, মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার প্রধান গন উপস্থিত ছিলেন। সভায় বক্তরা স্কুল কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা কোন ভাবেই শিক্ষা প্রতিষ্ঠানে মোবাইল ব্যবহার করতে পারবেনা এ বিষয়ে সকলে অভিমত ব্যক্ত করেন। এছাড়া অবিভাবকদের প্রতি সপ্তাহে প্রতিষ্ঠানে ডেকে তাদের সন্তাদের লোখাপড়া আচার আচারণ সর্ম্পকে অবগত করা হবে এমন সিন্ধান্ত নিতে বক্তারা অভিমত ব্যাক্ত করেন।