• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০১:৪৫ অপরাহ্ন

নড়াইলের কালিয়ায় বালু ভর্তি ট্রলি আবারো কেড়ে নিল মাদ্রাসা ছাত্রের প্রান!


প্রকাশের সময় : জুন ২৫, ২০২২, ৬:২৭ অপরাহ্ন / ২২১
নড়াইলের কালিয়ায় বালু ভর্তি ট্রলি আবারো কেড়ে নিল মাদ্রাসা ছাত্রের প্রান!

মোঃ জিহাদুল ইসলাম, কালিয়া, নড়াইলঃ নড়াইলের কালিয়ায় বালু ভর্তি ট্রলিগাড়ী চাপায় আসিফ মিনা (১৭) নামেএক মাদ্রসা ছ্রাত নিহত হয়েছে। শনিবার (২৫ জুন) সকালে উপজেলার খড়রিয়া-নোয়াপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। আসিফ খড়রিয়া গ্রামের হিরু মিনার ছেলে।

স্থাণীয় সূত্রে জানা যায়, খড়রিয়া রহিমা হাবিব দাখিল মাদ্রসার ৮ম শ্রেণীর ছাত্র আসিফ ওই দিন সকাল ৯ টায় বাড়ি থেকে মোটরসাইকেলযোগে মাদ্রসায় যাচ্ছিল। পথিমধ্যে মোল্যা বাড়ি নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি বালু বোঝাই ট্রলিগাড়ী তাকে চাপা দিলে গুরুতর আহত হয়। মুমুর্ষ অবস্থা তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ নিয়ে বিগত দেড় মাসে ট্রলি চাপায় তিন জন নিহত হলো এবং চলতি মাসের ১০ তারিখে উপজেলার খাশিয়াল ইউনিয়নের শুড়িগাতী গ্রামে মরহুম বীর মুক্তিযোদ্ধা সুলতার শিকদারের বাড়ির সংলগ্ন সড়কে বালু বোঝাই ট্রলির সাথে মুখোমুখী সংঘর্ষে কলেজ ছাত্রসহ দুজন মারাত্মক আহত হয়ে পঙ্গুত্ববরণ করে চিকিৎসাধীন আছে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম জানান, ঘাতক ট্রলিটি আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।