• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০২:২২ পূর্বাহ্ন

নড়াইলের কালিয়ায় মাছের ঘেরে গাঁজার চাষ দুই গাজা চাষী পুলিশের হাতে আটক


প্রকাশের সময় : মে ২৩, ২০২২, ৮:০২ অপরাহ্ন / ৪৬২
নড়াইলের কালিয়ায় মাছের ঘেরে গাঁজার চাষ দুই গাজা চাষী পুলিশের হাতে আটক

মোঃ বাবর আলী, নড়াইলঃ নড়াইল কালিয়া থানার চাচুড়ী বিলের মধ্যে মাছের ঘেরের পাড়ে গাঁজা চাষের অপরাধে দুই যুবককে আটক করেছে কালিয়া থানা পুলিশ। সোমবার (২৩মে) অভিযান চালিয়ে পুলিশ তাদের কে গাঁজার গাছসহ আটক করে।

আটক দুজন যশোর সদর উপজেলার রামকৃষ্ণ আশ্রম রোডের সৌরভ হোসেনের ছেলে ইয়াসিন হোসেন (২৭) এবং যশোর চৌগাছা উপজেলার ধুলিয়ানা গ্রামের শরীফুল ইসলামের ছেলে শাকিল হোসেন (১৯)।

পুলিশ সূত্রে জানা যায়, কালিয়া উপজেলার চাচুড়ী বিলের পার্শ্ববর্তী আটলিয়া গ্রামের মাহিম শেখ ও আলম শেখের মাছের ঘেরে ইয়াসিন ও শাকিল কর্মচারী হিসেবে কাজ করতো
সে সুযোগে তারা সেখানে গাঁজার চাষ করে আসছিলেন। এমন খবর পেয়ে কালিয়া থানার এস আই মো. মারুফ হাসান, এএসআই তুহিনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার বিকালে সেখানে অভিযান চালায় এবং ১টি গাঁজা গাছসহ দুইজন কে আটক করেন।

এ বিষয়ে কালিয়া থানার অফিসার ইনচার্জ শেখ তাসমীম আলম জানান, মাছের ঘেরে গাঁজা চাষের অপরাধে তাদের বিরুদ্ধে নিয়মিত মাদকদ্রব্য আইনে
মামলা করা হয়েছে।