• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১১:৩৩ পূর্বাহ্ন

নোয়াখালীর সেনবাগে প্রতিবন্ধীকে দিনের বেলায় জোরপূর্বক ঘর থেকে বের করে প্রকাশ্যে হত্যার চেষ্টা


প্রকাশের সময় : অগাস্ট ১৯, ২০২১, ১:৩১ অপরাহ্ন / ১৪৩০
নোয়াখালীর সেনবাগে প্রতিবন্ধীকে দিনের বেলায় জোরপূর্বক ঘর থেকে বের করে প্রকাশ্যে হত্যার চেষ্টা

জেলা প্রতিনিধি নোয়াখালীঃ-নোয়াখালী জেলা সেনবাগ উপজেলার ৮ নং বিজবাগ ইউনিয়নে এক প্রতিবন্ধীকে দিনের বেলায় ঘর থেকে বাহির করে জোরপূর্বক ভাবে প্রকাশ্যে আহত করার অভিযোগ পাওয়া গেছে৷

গত ১৬ই আগষ্ট ২০২১ইং রোজ সোমবার বিকাল ৪টার সময় প্রতিবন্ধী গিয়াস উদ্দিনের (৩৫)নিজ বাড়িতে এ ঘটনা ঘটে৷
প্রতিবন্ধী গিয়াস উদ্দিনের বাড়ি সেনবাগ উপজেলার ৮ নং বিজবাগ ইউনিয়নে ২নং ওয়ার্ডে বিরনারায়নপুর গ্রামের হাজী আলতু মিয়ার বাড়ির হাজী মোঃসিরাজ উদ্দিনের একমাত্র পুত্র৷

জানা যায়,প্রতিবন্ধী গিয়াস উদ্দিন কাজীরখিল গ্রামের ৩ন ওয়ার্ডের বর্তমান মহিলা মেম্বার জুলেখার কাছে বিগত ৪(বছর) ধরে ৫০-৬০ হাজার টাকা জমা রাখেন৷ জমাকৃত পাওনা টাকা বারবার চেয়ে না পেয়ে ব্যর্থ হোন প্রতিবন্ধী গিয়াস উদ্দিন৷ টাকা চাওয়াকে কেন্দ্র করে গিয়াস উদ্দিনের উপর নিমর্মভাবে হামলা চালায় জুলেখা মেম্বারের তিন ছেলে ১.বাছেত ২.নোমান ২.তামিম সহ প্রায় ৮-১০ জন ভাড়াটে সন্রাসী নিয়ে দলবদ্ধ হয়ে গাছের লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে সমস্ত শরীরে মারাত্মক রক্তাক্ত ও জখম করে৷ এ সময় কয়েক শত লোক মারামারি দৃশ্য দেখলেও ভয়ে কেউ কিছু বলার সাহস পায়নি৷
প্রতিবন্ধী গিয়াস উদ্দিনের মাথা,নাক ও বাম চোখের উপর পেটে যায়৷গিয়াস উদ্দিনের শারিরীক অবস্থা দেখে তার পরিবার প্রথমে সেবার হাট একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করান৷তারপর
সেনবাগ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান৷সেইখানে চিকিৎসারত ডাক্তার গিয়াস উদ্দিনের শারীরিক অবস্থা দেখে নোয়াখালী সদর হাসপাতালে রেপার করেন৷ বর্তমান প্রতিবন্ধী গিয়াস উদ্দিন মৃত্যুর সাথে লড়াই করে নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসারত রয়েছেন৷
এলাকার সুশীল সমাজ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং সেই সাথে যারা জড়িত রয়েছেন তাদেরকে আইনে আওতায় এনে কঠিন শাস্তি দাবি করেন৷
এই ঘটায় ভিকটিম গিয়াস উদ্দিনের পরিবার সেনবাগ থানায় মামলার করার প্রস্তুুতি নিচ্ছে বলে জানান৷