• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৩:৩২ অপরাহ্ন

নীলফামারীতে জেলা পুলিশের আয়োজনে বিনামূল্যে চোখের ছানি অপারেশন


প্রকাশের সময় : মে ২৮, ২০২৩, ২:৩৫ অপরাহ্ন / ৩৩
নীলফামারীতে জেলা পুলিশের আয়োজনে বিনামূল্যে চোখের ছানি অপারেশন

নিজস্ব প্রতিবেদক, নীলফামারীঃ নীলফামারীতে বিনা পয়সাতে চোখের ছানি অপারেশন অনুষ্ঠিত হয়েছে। আজ ২৮ মে সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম।

নীলফামারী জেলা পুলিশ আয়োজিত ও দীপ আই কেয়ার ফাউন্ডেশনের সহযোগিতায় বিনা মূল্যে চোখের ছানি অপারেশন গতকাল সকালে নীলফামারী জেলা পুলিশ লাইন অডিটোরিয়ামে পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সঞ্চালনায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার নীলফামারী সার্কেল মোস্তফা মঞ্জু পিপিএম, বীর মুক্তিযোদ্ধা কান্তি ভুষন কুন্ডু, দীপ আই কেয়ার ফাউন্ডেশনের লজিস্টিক অফিসার মাসুক মেহবুব, চক্ষু বিশেষজ্ঞ সাজ্জাদুল বারী রকি। অনুষ্ঠানের সভাপতি পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম তার বক্তব্যে ধন্যবাদ জানান রংপুর বিভাগীয় রেঞ্জ ডিআইজি আব্দুল আলিম পিপিএম কে যার সহযোগিতায় এই চক্ষু শিবির আয়োজন করা সম্ভব হয়েছে বলে তিনি জানান, আরও ধন্যবাদ জ্ঞাপন করেন রংপুর দীপ আই কেয়ার ফাউন্ডেশনের লজিস্টিক অফিসার মাসুক মেহবুব সহ সকল পরিচালক বৃন্দ কে, যাদের সহযোগিতায় প্রায় ৩ শত রোগীকে বিনা পয়সাতে চোখের ছানি অপারেশন এবং চিকিৎসা দেয়ার সুযোগ হয়েছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকেরা।