মোঃ বাহার মিয়া, ভালুকা উপজেলা প্রতিনিধিঃ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও ভালুকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফখর উদ্দিন আহমেদ বাচ্চু বলেছেন, ধানের শীষ মানে মানুষের অধিকার আর সেই অধিকার প্রতিষ্ঠাই আমাদের সংগ্রাম। তারেক রহমানের ৩১ দফা রূপরেখা বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়ন, প্রশাসনিক সংস্কার, বিচারব্যবস্থা ও অর্থনৈতিক পুনর্গঠনের সুনির্দিষ্ট দিকনির্দেশনা। এই বার্তা আমরা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি-যেন মানুষ বুঝতে পারে, পরিবর্তনের সময় এসেছে, পরিবর্তন হবে জনগণের হাতেই।
বুধবার (২২ অক্টোবর) বিকেলে ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নের জামিরাপাড়া এস এম উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ফখর উদ্দিন আহমেদ বাচ্চু বলেন, গত ১৭ বছর আমরা এক দুঃস্বপ্নের মধ্যে দিয়ে দিন পার করেছি। নেতাকর্মীরা নির্মম নির্যাতন, নিপীড়নের শিকার হওয়ার পরও দলের প্রতি আনুগত্য থেকে এক চুলও নড়েননি।
সমাবেশে উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আনোয়ার উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাড. মোঃ উসমান গনি মল্লিক মাখনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক রুহুল আমিন মাসুদ, যুগ্ম আহবায়ক গুলজার হোসেন, সাখাওয়াত হোসেন পাঠান, খালেক পাঠান, উপজেলা বিএনপির আহবায়ক সদস্য বাহারুল ইসলাম ঢালী, আমিনুল ইসলাম খান বাসান, আব্দুল কাইয়ুম সরকার রিপন, আঃ রহিম, আবু সাইদ তালুকদার, সুহেল তালুকদার, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তাজমুল হক মন্ডল, ময়মনসিংহ দক্ষিন জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মিল্টন, সহ দপ্তর সম্পাদক মাসুদ রানা, সহ কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম বুলবুল, উপজেলা মহিলাদলের সভাপতি শামীমা রশিদ, উপজেলা কৃষকদলের আহবায়ক তরিকুল ইসলাম তারু, সদস্য সচিব শেখ মেজবাহ উদ্দিন মাসুদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান প্রমুখ। এছাড়াও এসময় ভালুকা উপজেলা বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।