• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৭:৫১ অপরাহ্ন

দল-মত নির্বিশেষে সকল প্রকৌশলীর সহযোগিতা কামনা করলেন সুব্রত দাশ


প্রকাশের সময় : জানুয়ারী ৩১, ২০২৩, ৩:৩০ পূর্বাহ্ন / ১০৩
দল-মত নির্বিশেষে সকল প্রকৌশলীর সহযোগিতা কামনা করলেন সুব্রত দাশ

নিজস্ব প্রতিবেদকঃ দল-মত নির্বিশেষে সকল প্রকৌশলীর দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করলেন ইঞ্জিনিয়ার সুব্রত দাশ। তিনি গতকাল তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যাম অর্থাৎ ফেসবুকে তিনি সকল প্রকৌশলীদার প্রতি দোয়া ও সহযোগিতা কামনা করেন। তিনি দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করতে গিয়ে তিনি প্রথমে দল মত নির্বিশেষে সকল প্রকৌশলীদের ফুলেল শুভেচ্ছা জানান। পরবর্তীতে তিনি একটি স্ট্যাটাস দেন যা নিম্নে হুবুহু তুলে ধরা হলো।

“সম্মানিত প্রকৌশলী” আগামী ৯ই ফেব্রুয়ারী অনুষ্ঠিতব‍্য ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ ( আইইবি ) চট্রগ্রাম কেন্দ্রের ২০২৩ – ২০২৪ মেয়াদের নির্বাচনে Council Member পদে দল-মত নির্বিশেষে সকল সম্মানিত প্রকৌশলীর আশির্বাদ, দোয়া, সার্বিক সহযোগিতা ও সমর্থন একান্তভাবে কামনা করছি। “প্রকৌশলী সুব্রত দাশ”ব‍্যালট নং ১৫। FIEB – 10492

উল্লেখ্য আগামী ০৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ২০২৩ ও ২০২৪ মেয়াদের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন নির্বাচন। উক্ত নির্বাচনে মহান মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী প্রকৌশলীদের সংগঠন বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের মনোনীত লোকাল কাউন্সিল মেম্বার পদে ইঞ্জিনিয়ার সুব্রত দাসকে মনোনীত করা হয়েছে। যার ব্যালট নং ১৫। আপনারা হয়তো অবগত আছেন ইঞ্জিনিয়ার সুব্রত দাশ নম্র ভদ্র একজন সাধারন মানুষ। ইঞ্জিনিয়ার সুব্রত দাস ছাত্রজীবন থেকেই “আইইবি” চট্টগ্রাম কেন্দ্রের সহিত অঙ্গাঙ্গীভাবে জড়িত। যিনি সর্বদা দল-মত নির্বিশেষে সকল প্রকৌশলীর প্রাধান্য দিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ বোধ করেন। এছাড়াও তিনি সর্বদা সকলের পরামর্শ এবং মতামত’কে অগ্রাধিকার দিয়ে যেকোন কাজে করতে পছন্দ করেন।

তাই আপনাদের মহামুল্যবান ভোট ১৫ নং ব্যালটে দিয়ে তাকে বিজয়ী করবেন যাতে তিনি দল-মত নির্বিশেষে সকল প্রকৌশলীর সার্থসংশ্লিষ্ট সকল কিছু সংরক্ষণ করিতে পারেন।