• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৬:২৮ পূর্বাহ্ন

ঝালকাঠির নলছিটিতে বাংলা ইশারা ভাষা দিবস পালিত


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৭, ২০২৩, ৮:২০ অপরাহ্ন / ৬৩
ঝালকাঠির নলছিটিতে বাংলা ইশারা ভাষা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক,ঝালকাঠিঃ ঝালকাঠির নলছিটিতে বাংলা ইশারা ভাষা দিবস -২০২৩ পালিত হয়েছে। “বাংলা ইশারা ভাষার প্রচলন ,বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির জীবনমান উন্নয়ন” প্রতিপাদ্যকে ধারন করে ৭ ফেব্রুয়ারি পালন করা হলো বাংলা ইশারা ভাষা দিবস।

দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা চেয়ারম্যান’র সভা কক্ষে সকালে উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা নাহিদ’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা আ’লীগের সহ সভাপতি ও নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহম্মদ সিদ্দিকুর রহমান, উপস্থিত ছিলেন নলছিটি পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ খান, নলছিটি মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার তাজুল ইসলাম চৌধুরী দুলাল, জেলা আ’লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মুজিবুর রহমান, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দসহ সূধীজনরা।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নলছিটি প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র কনসালট্যান্ট ডা.আরাফাতুল ইসলাম সম্রাট।

প্রধান অতিথি বলেন-সর্বক্ষেত্রে ইশারা ভাষার প্রয়োগ নিশ্চিত করা দরকার।

অনুষ্ঠান শেষে দপদপিয়া ইউনিয়ন প্রতিবন্ধী বিদ্যালয়ের মিম (১০) বছর ও তামিম (১২) নামের দুইজন শ্রবন প্রতিবন্ধী শিক্ষার্থীকে দুইটি হিয়ারিং এইড প্রদান করা হয়।