নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) ঢাকা মহানগর কমিটির জমকালো অভিষেক ও কমিটি ঘোষণা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার রাজধানীর দৈনিক বাংলা মোড়স্থ অভিজাত হোয়াং কিচেন চাইনিজ রেষ্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক মনিকে সভাপতি এবং এম শিমুল খানকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
সকাল ১১টায় শুরু হওয়া প্রাণবন্ত এই আয়োজনে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক মনি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমইউজের কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব সোহেল আহম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান এবং সুযোগ্য সাংগঠনিক সম্পাদক সোহাগ আরেফীন।
মহানগরীর বিভিন্ন প্রান্ত থেকে আগত অভিজ্ঞ ও তরুণ সাংবাদিকরা তাঁদের মূল্যবান বক্তব্য রাখেন এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গঠনমূলক আলোচনা করেন।
কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে এবং সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক মনিকে সভাপতি ও এম শিমুল খানকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করে ঢাকা মহানগর কমিটি অনুমোদন করা হয়।
নবগঠিতকমিটির গুরুত্বপূর্ণ পদাধিকারীরা হলেন, সহ-সভাপতি সামসুদ্দুহা সম্রাট ও বিল্লাল হোসেন পাটোয়ারি। যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন, মাসুম বিল্লাহ সুমন ও মেহেদি হাসান।
সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, সহ-সাংগঠনিক সম্পাদক বসির আহম্মদ, সহ-অর্থ বিষয়ক সম্পাদক মুরাদ হোসেন লিটন প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ খোরশেদ আলম রাজু। অর্থ বিষয়ক সম্পাদক আতিয়ার রহমান, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজানুর রহমান ও রফিকুল হাসান। দপ্তর সম্পাদক শাহীন আলম আশিক, আপ্যায়ন ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাসুদ হাওলাদার।
নবগঠিত ঢাকা মহানগর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক তাঁদের প্রতিক্রিয়ায় জানান, অতীতে বিএমইউজে সাংবাদিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। যখন নানা স্বার্থান্বেষী মহল সাংবাদিকদের সত্য প্রকাশে বাধা দেয়, তখন পেশাদার সাংবাদিকরা এক গভীর মনস্তাত্ত্বিক চাপের সম্মুখীন হন।
তাঁরা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন যে, ঢাকা মহানগর বিএমইউজের সকল সদস্য সততা, নিষ্ঠা ও সাহসিকতার সাথে সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় এবং পেশার মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন।
এ সময় কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব সোহেল আহমেদ ও সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান নবনির্বাচিত কমিটিকে আন্তরিক অভিনন্দন জানিয়ে তাঁদের সাফল্য কামনা করেন।
এই নতুন কমিটি ঢাকা মহানগরীর সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।