• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৮:০০ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে দীর্ঘদিন কারা ভোগ করার পর স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড


প্রকাশের সময় : জুন ১৩, ২০২২, ১০:৫০ অপরাহ্ন / ৩২২
চাঁপাইনবাবগঞ্জে দীর্ঘদিন কারা ভোগ করার পর স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

এস এম রুবেল, চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী সুমি বেগমকে (২১) বালিশচাপায় শ্বাসরোধে হত্যার দায়ে স্বামী মো. আলামিন (৩১)-কে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায় অপর ৪ আসামিকে খালাস প্রদান করেন আদালত

সোমবার (১৩ জুন) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত দায়রা জজ মো.রবিউল ইসলাম আসামির উপস্থিতিতে দণ্ডাদেশ ঘোষণা করেন। দণ্ডিত আলামিন চাঁপাইনবাবগঞ্জ শহরের চাঁদলাই মহল্লার (পৌর ১৩ নম্বর ওয়ার্ড) মৃত শুকুর উদ্দিনের ছেলে।

মামলার নথিসূত্রে জানা যায়, গত ২০১৬ সালের ৩০ জুলাই সকাল ১০টার দিকে নিজ বাড়ির শয়নকক্ষে চলমান দাম্পত্য কলহের জেরে আলামিন তাঁর স্ত্রী ও এক পুত্র সন্তানের জননী সুমি বেগমকে শারীরিক নির্যাতনের একপর্যায়ে বালিশচাপায় হত্যা করে। এরপর ঘটনা অন্যদিকে প্রবাহিত করতে সুমির মুখে বিষ ঢেলে তাঁকে জেলা হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে তিনি দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

এদিকে ঘটনার পর সুমির বাবা মো. বদিউজ্জামান বাদী হয়ে ঘটনার দিনই সদর থানায় পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই রশিদুল ইসলাম ২০১৭ সালের ২৮ ফেব্রুয়ারি আদালতে মামলার চার্জশিট দাখিল করেন। ১২ জনের সাক্ষ্য,প্রমাণ ও দীর্ঘ শুনানি শেষে আদালত আসামি আলামিনকে দোষী সাব্যস্ত করে রায় ঘোষণা করেন। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট ওবাইদুল হক।