• ঢাকা
  • রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ০৮:৪৩ পূর্বাহ্ন

গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের (জিইউজে) নবগঠিত কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা ও পরিচিতি সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় : নভেম্বর ১, ২০২৫, ৯:২৬ অপরাহ্ন / ৪৬
গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের (জিইউজে) নবগঠিত কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের (জিইউজে) নবগঠিত কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) দুপুরে গোপালগঞ্জ পৌর সম্মেলন কক্ষে এ পরিচিতি সভা ও প্রীতি ভোজের আয়োজন করা হয়।

দৈনিক নয়া দিগন্ত ও আনন্দ টিভির জেলা প্রতিনিধি মোঃ সেলিম রেজা এবং সময় টিভি ও দৈনিক ইনকিলাবের প্রতিনিধি জয়ন্ত শিরালীকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। অন্যান্যরা হলেন, দৈনিক আলোর বার্তা পত্রিকার প্রতিনিধি এস কে এম মাহবুবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক আমার সময় পত্রিকার সাজ্জাদ হোসেন, কোষাধ্যক্ষ সবিবুর রহমান নিমাজ, নির্বাহী সদস্য দৈনিক আজকের পত্রিকার গোপালগঞ্জ প্রতিনিধি শেখ জাবেরুল ইসলাম বাধন ও দৈনিক পাঞ্জেরী পত্রিকার প্রতিনিধি আল মামুন রানা।

অনুষ্ঠানের শুরুতে নব গঠিত কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি মোঃ জুবায়ের হোসেন।

গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ সেলিম রেজার সভাপতিত্বে সভায় সূচনা বক্তব্য রাখেন, প্রেস ক্লাব গোপালগঞ্জের ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ শরিফুল ইসলাম। নবগঠিত কার্যনির্বাহী কমিটির সদস্যসহ অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সদস্য দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার মেহেদী হাসান, দৈনিক ভোরের ডাকের কাশিয়ানী প্রতিনিধি মোঃ ফায়েকুজ্জামান, বাংলাদেশ সংবাদ সংস্থা’র (বাসস) জেলা প্রতিনিধি লিয়াকত হোসেন লিংকন ও আমার দেশ পত্রিকার কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি মনিরুজ্জামান শেখ জুয়েল।