• ঢাকা
  • সোমবার, ০১ Jul ২০২৪, ০১:৪৪ অপরাহ্ন

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রোভিসি ও রেজিস্ট্রারের রুমে তালা ঝুলিয়ে আন্দোলন


প্রকাশের সময় : জুন ২, ২০২৪, ৬:০০ অপরাহ্ন / ৬৯
গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রোভিসি ও রেজিস্ট্রারের রুমে তালা ঝুলিয়ে আন্দোলন

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা-কর্মচারীদের আপগ্রেডেশনের দাবীসহ নানান দাবী বাস্তবায়নের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রোভিসি রেজিস্ট্রারের রুমে তালা ঝুলিয়ে আন্দোলন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা।

রবিবার সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. একিউএম মাহাবুব, প্রোভিসি, প্রফেসর ড. সৈয়দ মোহাম্মাদ সামচুল আলম, রেজিস্ট্রার মোহাম্মাদ দলিলুর রহমানের রুমে তাল ঝুলিয়ে অবস্থান করেন শিক্ষক ও কর্মকর্তারা।

এ সময় তারা জানান, তাদের এই দাবী বাস্তবায়ন না করা হলে ভবিষ্যতে আরো কঠোর আন্দোলনে যাবেন তারা।