• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৭:২২ অপরাহ্ন

গোপালগঞ্জে পাওনা টাকা ফেরত চাওয়ার জেরে হামলা ও লুটপাটের শিকার হলেন ফজলুল হক নামের এক ব্যবসায়ী


প্রকাশের সময় : জুন ৫, ২০২৩, ১১:৫৭ অপরাহ্ন / ১৪৯
গোপালগঞ্জে পাওনা টাকা ফেরত চাওয়ার জেরে হামলা ও লুটপাটের শিকার হলেন ফজলুল হক নামের এক ব্যবসায়ী

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ গোপালগঞ্জে পাওনা টাকা ফেরত চাওয়ার জেরে হামলা ও লুটপাটের শিকার হলেন ফজলুল হক মোল্লা (৫০) নামের এক রং ব্যবসায়ী। সে পৌর এলাকার ২ নং ওয়ার্ডের ১২৩ নং মৌলভীপাড়ার স্থায়ী বাসিন্দা ও মৃত মজিবুর রহমান মোল্লার ছেলে। পাওনা টাকা ফেরত চাওয়ার জেরে গত শুক্রবার (২ জুন) সন্ধ্যায় মৃত মতিয়ার রহমানের দুই ছেলে মাহবুবুর রহমান রাসেল (৩৫) ও আশিকুল ইসলাম (৩০) এবং মৃত মজিবুর রহমানের ছেলে চুন্নু মোল্লা (৪২) সঙ্গবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জোর পূর্বক তার বাড়ীর গেটের ভিতর ঢুকে প্রথমে গালিগালাজ করে ও পরে মারপিট করে নগদ অর্থ, স্বর্ণের চেন ও মোবাইল ফোন লুট করে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় এঘটনা কাউকে জানালে তাকে প্রাণনাশের হুমকি দেয় তারা। পরে ভুক্তভোগী ৯৯৯ -এ ফোন দিলে গোপালগঞ্জ সদর থানা পুলিশ তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। এঘটনায় ভুক্তভোগী গোপালগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ দেন। নাম প্রকাশে অনিচ্ছুক বেশকয়েকজন জানান, অভিযুক্তরা ভূমিদস্যু ও দাঙ্গাবাজ প্রকৃতির লোক। এছাড়া আশিকুল ও চুন্নু মাদকাসক্ত, হামলার শিকার ফজলুল হক মোল্লা এবং হামলা ও লুটপাটকারীরা পরস্পর পরস্পরের আত্মীয়-স্বজন।