• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১২:৪৮ পূর্বাহ্ন

গোপালগঞ্জে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬


প্রকাশের সময় : মার্চ ২৭, ২০২৩, ১১:১১ অপরাহ্ন / ৭২
গোপালগঞ্জে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃগোপালগঞ্জ থেকে ০২ বছরের সশ্রম কারাদন্ড এবং ৫০০০/- (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড প্রাপ্ত ০১ জন পলাতক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সদর কোম্পানী, র‌্যাব-৬, খুলনা। র‌্যাব-৬ তার প্রতিষ্ঠাকাল থেকেই চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনী, ছিনতাইকারী, অপহরণকারী, মানব পাচারকারী, প্রতারকচক্র গ্রেপ্তার, অবৈধ অস্ত্র গোলাবারুদ উদ্ধার এবং মাদক কারবারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দৃষ্টান্ত স্থাপন করে জনগনের বিশ্বাস ও আস্থা অর্জন করে চলেছে।

এরই ধারাবাহিকতায় সোমবার র‌্যাব-৬ (সদর কোম্পানী) এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, মাদক মামলার ০২ বছরের সশ্রম কারাদন্ড এবং ৫০০০/- (পাচ হাজার) টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ০২ মাসের কারাদন্ড সাজাপ্রাপ্ত পলাতক কুখ্যাত মাদক ব্যবসায়ী গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানা এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি বর্ণিত তারিখে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানাধীন পাটগাতী বাসষ্ট্যান্ড সংলগ্ন মানিক সাহেব সুপার মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মো. ইমরান হোসেন সর্দার (২৮), সাং-চাঁচড়া রায়পাড়া কয়লা পট্টি, থানা কোতয়ালী মডেল, জেলা-যশোরকে গ্রেফতার করেন।

গ্রেপ্তারকৃত আসামীকে যশোর জেলার কোতয়ালী থানায় হস্তান্তর করার কাজ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানাগেছে।