• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৩:২১ পূর্বাহ্ন

গাঁজা ও ফেনসিডিলসহ ৩ মাদক ব‍্যবসায়ী আটক


প্রকাশের সময় : অগাস্ট ১৭, ২০২১, ১১:৫৯ পূর্বাহ্ন / ২২৫
গাঁজা ও ফেনসিডিলসহ ৩ মাদক ব‍্যবসায়ী আটক

মোঃ সোহাগ হোসেন, শার্শা,যশোরঃ যশোর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক ২ টি অভিযানে ৩ কেজি গাঁজা ও ৩৫ বোতল ভারতীয় ফেনসিডিল সহ চিহ্নিত তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।

আটকেরা হলো, ১, মোঃ আব্দুল্লালা আবুল (২৫) পিতা নুরইসলাম, ঠিকানা বেনাপোল ৪ নং ওয়ার্ড ঘিবে গ্রাম, ২, মোঃ আজিজুল ইসলাম (২৬) পিতা মহসিন আলী গ্রাম খলসি, ৩, মোঃ তারেক রহমান (২১) পিতা আব্দুস সামাদ গ্রাম রাজগঞ্জ, উভয় থানা বেনাপোল পোর্ট।

যশোর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক শামীম হোসেন জানান, মাদক বেচাকেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আমিও আমার সোর্স সহ মাদক বিরোধী অভিযান চালিয়ে আসামীদের কে মাদক সহ গ্রেফতার করতে সক্ষম হই।

রবিবার (১৫ আগস্ট) ডিবি’র এসআই মোঃ আরিফুল ইসলাম, এসআই, রইচ আহমেদ, এএসআই নির্মল কুমার ঘোষের সমন্বয়ে একটি চৌকস টিম বেনাপোল থানা এলাকায় অভিযান চালিয়ে সন্ধা সাড়ে পাঁচটার দিকে বেনাপোল বাজারের পাশে বেনাপোল ডিগ্রী কলেজের ভবনের দক্ষিন পাশে অপর এক বলফিল্ডের ভিতর থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ আব্দুল্লাহ (আব্দুল) কে তিন কেজী গাঁজা সহ আটক করে। ও ডিবি’র এসআই মোঃ শামীম হোসেন, এসআই সামনুর মোল্লা সোহান, এএসআই রঞ্জন কুমার বসুর সমন্বয়ে একটা চৌকস টিম বেনাপোল থানা এলাকায় অভিযান চালিয়ে সন্ধা ছয়টার সময় বেনাপোল পোর্ট থানাধীন খলসী বাজার সংলগ্ন আলমগীর মেম্বারের পতিত জমির সামনে খলসী টু গোগা বাজার গামী পাকা রাস্তার উপর থেকে চিহ্নিত দুই মাদক ব্যবসায়ী মোঃ আজিজুল ইসলাম ও মোঃ তারেক হোসেনকে ৩৫ বোতল ফেনসিডিল সহ হাতেনাতে আটক করে ডিবি পুলিশ।

এ সংক্রান্তে এএসআই নির্মল কুমার ঘোষ ও এসআই মোঃ শামীম হোসেন বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছেন।